মঙ্গলবার   ১৯ মার্চ ২০২৪   চৈত্র ৫ ১৪৩০

সোনাগাঁয়ের তিন মামলায় মামুনুলের রিমান্ড শুনানি ১২ মে

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১০ মে ২০২১  

হেফাজতের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় করা পৃথক তিন মামলায় ২৪ দিনের রিমান্ড আবেদনের শুনানির পরবর্তী দিন ১২ মে ধার্য করেছেন আদালত। সোমবার (৯ মে) দুপুরে পূর্ব নির্ধারিত শুনানির ধার্য দিনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালত রিমান্ড শুনানির পরবর্তী দিন ১২ মে ধার্য করেন।

 

এর আগে রোববার (২ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ুন কবিরের আদালতে পুলিশ ও ডিবির পক্ষ থেকে সোনারগাঁ থানায় মামুনুল হকের কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণার মামলায় ১০ দিন, রয়েল রিসোর্টকাণ্ড মামলায় ৭দিন এবং উপজেলা আওয়ামী লীগের অফিস ভাঙচুরের মামলায় ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়। পরে আদালত আগামী ৯ মে রিমান্ড শুনানির দিন ধার্য করেন।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আসাদুজ্জামান জানান, হেফাজতের নেতা মামুনুল হকের মামলার রিমান্ড শুনাননি আগামী ১২ মে পরবর্তী রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন আদালত। 

এই বিভাগের আরো খবর