
# একাদশ সংসদ নির্বাচনেও খোকা-কায়সারের ছিল তুমুল লড়াই
প্রবাদ বাক্যের মত নয়, এবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে বাঘে মহিষে লড়াই হতে যাচ্ছে। কারণ নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার এবং বর্তমান সাংসদ নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকার মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতাময় অবস্থা সৃষ্টি হয়েছে। কারণ দলীয় এবং রাজনৈতিক ভাবে একে অপরের চরম প্রতিদ্বন্দ্বি।
সূত্র বলছে, দশম সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে প্রথমবারের মত বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মত সাংসদ হোন লিয়াকত হোসেন খোকা। বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রথমবারের মত সাংসদ হওয়ার পিছনেও একটি হিসেব নিকেশ ছিল। দশম সংসদ নির্বাচনে আওয়ামীলীগ এবং জাতীয় পার্টি জোটগত ভাবে নির্বাচনে অংশগ্রহণ করলে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে সেসময়কার সাংসদ কায়সার হাসনাত দলীয় মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী না হয়ে দলীয় সিদ্ধান্তের কারণে ছাড় দেন।
কিন্তু একই ভাবে একাদশ সংসদ নির্বাচনেও আওয়ামীলীগ এবং জাতীয় পার্টি জোটগত ভাবে নির্বাচন করার কারণে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে ফের লিয়াকত হোসেন খোকাকে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হয়। তবে একাদশ সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনীত করা হলে লিয়াকত হোসেন খোকাকে ছাড় দেয়নি সাবেক সাংসদ আবদুল্লাহ আল কায়সার।
দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে মহাজোটের প্রার্থী লিয়াকত হোসেন খোকার প্রতিদ্বন্দ্বি হিসেবে সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করেন সাবেক সাংসদ কায়সার হাসনাত। একাদশ সংসদ নির্বাচনে দুজনের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা চলমান থাকলেও নির্বাচনের ২দিন আগে নির্বাচন থেকে সড়ে যান স্বতন্ত্র প্রার্থী কায়সার হাসনাত। পরবর্তীতে ফের সাংসদ হোন লিয়াকত হোসেন খোকা।
তবে বিগত দুটি নির্বাচনে সাংসদ থাকাবস্থায় বর্তমান সাংসদ লিয়াকত হোসেন খোকার নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে সাবেক সাংসদ কায়সার হাসনাত একে অপরের চরম প্রতিদ্বন্দ্বি ছিলেন। কিন্তু আবারও দ্বাদশ সংসদ নির্বাচনে পূণরায় সেই চরম প্রতিদ্বন্দ্বিতা বাস্তবে প্রতিয়মান হতে যাচ্ছে। কারণ নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে প্রায় ১০ বছর পর আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়েছেন সাবেক সাংসদ কায়সার হাসনাত।
তবে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামীলীগ এবং জাতীয় পার্টি জোটগত ভাবে নির্বাচনে যাচ্ছে না। যার কারণে জাতীয় পার্টি থেকেও আলাদা ভাবে নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ) আসনে জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে মনোনীত প্রার্থী হয়েছেন লিয়াকত হোসেন খোকা। যার কারণে এই দুই চির প্রতিদ্বন্দ্বির মধ্যে ফের প্রকাশ্যে দ্বাদশ সংসদ নির্বাচনে বাঘে মহিষের মত লড়াই হবে।