সোনারগাঁয়ে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৩, ০৯:০৪ পিএম

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে পুরোদুস্তর নির্বাচনী হাওয়া বইছে। নারায়ণগঞ্জ পাঁচটি সংসদীয় আসনের মধ্যে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে সর্বোচ্চ পরিমাণ ১৩জন মনোনয়ন দাখিল করেছে। এরমধ্যে বিভিন্ন দলের মনোনীত প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েও মনোনয়নপত্র দাখিল করেছে। যার কারণে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে মনোনয়ন দাখিলের পর থেকেই নির্বাচনের উষ্ণ হাওয়া থেকে উত্তপ্ত হাওয়ায় পরিণত হয়েছে।
সূত্র বলছে, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়েছেন আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। এছাড়া জাতীয় পার্টি থেকে মনোনীত প্রার্থী হয়েছেন লিয়াকত হোসেন খোকা। তবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর বিপরীতে কোন স্বতন্ত্র প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করলেও আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন চারজন।
উল্লেখ্য, আওয়ামীলীগের কেন্দ্রীয় নীতি নির্ধারকরা পূর্বেই নির্দেশনা দিয়েছেন দলীয় নেতাদের 'ডামি' স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার। তবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বিপরীতে 'ডামি' স্বতন্ত্র প্রার্থী হয়েছেন তার সহধর্মীনী রুবিয়া সুলতানা, মারুফ ইসলাম ঝলক, এ.এইচ.এম মাসুদ, এরফান হোসেন দীপ।
তবে স্থানীয় রাজনৈতিক বোদ্ধামহলের মতে, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল কায়সার হাসনাতের বিপরীতে 'ডামি' স্বতন্ত্র প্রার্থী হয়েছেন একাধিক। কিন্তু 'ডামি' স্বতন্ত্র প্রার্থী হিসেবে সর্বত্র আলোচিত হচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফান হোসেন দীপ। বর্তমান দেশের রাজনৈতিক প্রেক্ষাপট মুহুর্তেই পাল্টে যাওয়ার কারণে এখনি বলা যাচ্ছে না নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বহাল থাকবে।
রাজনৈতিক প্রেক্ষাপটের বদৌলতে নৌকার মনোনীত প্রার্থীকে সড়িয়ে আওয়ামীলীগ তাদের জোটগত দলের প্রার্থীকে আসনটি ছাড় দিতে পারেন। তবে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে জোটগত দলের সবচেয়ে বড় দল হিসেবে রয়েছে জাতীয় পার্টি। তাছাড়া বর্তমান জাতীয় পার্টির সংসদ পূণরায় জাতীয় পার্টি থেকে মনোনীত হয়েছেন। যার কারণে আওয়ামীলীগ আসনটি ছাড় দিলেও আসনটি আবারও ছাড় পাবেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী লিয়াকত হোসেন খোকা।
তবে জাতীয় পার্টির প্রার্থী বিপরীতে আওয়ামীলীগের 'ডামি' স্বতন্ত্র প্রার্থীরাই প্রতিদ্বন্দ্বিতা করবেন। তবে বর্তমান সাংসদের বিপরীতে 'ডামি' স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার মত চারজন থাকলেও এরমধ্যে একজন প্রার্থীকে নিয়েই ভাবছে স্থানীয় রাজনৈতিক বোদ্ধামহল। কারণ 'ডামি' স্বতন্ত্র প্রার্থীদের সর্বত্র আলোচিত হচ্ছেন সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সদস্য এরফান হোসেন দীপ।
তাছাড়া তার বাবা মরহুম মোবারক হোসেন নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে টানা দুবারের সাংসদ ছিলেন। যার কারণে মরহুম মোবারক হোসেনের অবর্তমানে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে তার সন্তান এরফান হোসেন দীপ প্রার্থী হলে স্থানীয় আওয়ামীলীগের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল।
কিন্তু শেষতক আওয়ামীলীগ থেকে মনোনীত প্রার্থী না হলেও 'ডামি' স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেয়ায় এরফান হোসেন দীপকে নিয়ে পূনরায় স্থানীয় আওয়ামীলীগ থেকে শুরু করে প্রতিদ্বন্দ্বি দলের প্রার্থীরা হিসেব নিকেশ করছে। যার কারণে বলা চলে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ) আসনে পুরোদস্তরে নির্বাচনী খেলায় মেতে উঠেছে। এস.এ/জেসি