শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৬ ১৪৩১

সোনারগাঁয়ে জুয়া খেলা বন্ধের দাবী 

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৫ জুলাই ২০২১  

সোনারগাঁয়ে জুয়া খেলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে এলাকাবাসী। রবিবার সকালে উপজেলা জামপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাকিন্ডা পূর্বপাড়া নদীর পাড়ে অত্র গ্রামের লোকজন একত্রিত হয়ে এ জুয়াখেলা বন্ধের দাবিতে প্রতিবাদ করেন। 

 

জানা যায়, পুলিশ প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে এখানে দেদারসে চলতো জুয়া খেলা । পাকুন্ডা পূর্বপাড়া গ্রামের নদীর পাড়ে বিভিন্ন স্থানে একই গ্রামের মৃত মোসলেম মিয়ার পুত্র জাকির এর নেতৃত্বে স্থানীয় অজ্ঞাত নামা প্রায় ৪/৫ জনের সেল্টারে নদীর পাড়ে তিনটি স্পর্টে এ খেলা চলতো। আড়াইহাজার, রূপগঞ্জ ও সোনারগাঁও থেকে জোয়ারিরা এসে দিন-দুপুর থেকে গভীর রাত পর্যন্ত চালিয়ে যাচ্ছে এই জুয়ার আসর।


এখানে দৈনন্দিন লক্ষাধিক টাকার জুয়া খেলা হয়, সেখানে নেতৃত্বে থাকা সিনিয়র জুয়াড়ীরা প্রতি বোর্ড বাবদ মোটা অংকের অর্থ হাতিয়ে নিচ্ছে। এইভাবে সর্বস্ব হারিয়ে নবাগত জুয়াড়ীরা প্রতিনিয়ত খুজে নিচ্ছে অসাদুপায়। ফলে বৃদ্ধি পাচ্ছে চুরি, ছিনতাই সহ অপরাধ প্রবণতা। কিছু প্রভাবশালী ব্যক্তির কারণে কিশোর বয়সের ছেলেরা বুঝে উঠার আগেই করাল গ্রাসে এই সর্বস্ব খোয়ানো খেলায় আসক্ত হয়ে পড়ছে। প্রশাসন সংশ্লিষ্টদের তৎপর না থাকার কারণেই এমনি ভাবেই চালিয়ে যাচ্ছে জুয়াড়ীরা জুয়ার আসর।

 

এ ব্যাপারে জামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির ভূইয়া বলেন, আমি বেশ কিছু যাবৎ শুনতেছি পাকুন্ডা গ্রামে জুয়া খেলা হচ্ছে, আমি ওয়ার্ডের মেম্বারকে জানাইলাম, মেম্বার বলল তাদের ব্যাপারে ফাড়িঁতে অভিযোগ দেয়া আছে। আমি জুয়া খেলা বন্ধের দাঁবিতে এলাকার লোকজন নিয়ে স্পর্টে যাই। আমাদেরকে দেখে জুয়ারিরা পালিয়ে যায়। 


এ বিষয়ে তালতলা বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইকবাল হোসেন বলেন, আমরা বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

এই বিভাগের আরো খবর