Logo
Logo
×

রাজনীতি

সোনারগাঁয়ে বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততা

Icon

লতিফ রানা

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম

সোনারগাঁয়ে বেড়েছে সম্ভাব্য প্রার্থীদের ব্যস্ততা
Swapno

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র নারায়ণগঞ্জ-৫ আসনের মতই অনেকটা জটিল অবস্থায় আছে নারায়ণগঞ্জ-৩ আসনের বিভিন্ন দলের সম্ভাব্য প্রার্থীদের তালিকা। একদিকে বিএনপির নির্বাচনে আসা-না আসা অন্যদিকে আওয়ামী লীগ এই আসনটি এবারও জাতীয় পার্টিকে ছেড়ে দিবে কি না সেটার উপর নির্ভর করছে এই আসনে এই নির্বাচনের দলীয় প্রার্থীদের ভাগ্য নির্ধারণ।

 

তবে আওয়ামী লীগের পক্ষ হতে এই আসনে নৌকার প্রার্থী দেওয়ার বিষয়ে গ্রীন সিগন্যাল পাওয়া গেছে বলে নারায়ণগঞ্জ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের আশ্বাসের ভিত্তিতে প্রার্থী হতে ইচ্ছুক নেতাগণ তাদের সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ মহলের যোগাযোগ ও লবিং করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। এরই মধ্যে প্রচারণায় নেমে গেছেন অনেকে। এরই মধ্যে আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের নেতারা তাদের যোগ্যতা অবদানের কথা উল্লেখ করে নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন।

 

সোনারগাঁ এলাকার বিভিন্ন জায়গার দেয়ালে দেয়ালে শোভা পাচ্ছে স্থানীয় আওয়ামী লীগের নেতা ছবি সম্বলিত পোস্টার। এই আসনের আওয়ামী লীগ ও জাতীয় পার্টির দলীয় প্রার্থীর বিষয়টি এখনও বিএনপির নির্বাচনে অংশগ্রহণের উপর নির্ভর করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকগণ। তাদের মতে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলে আওয়ামী লীগ এই আসনটি আবারও জাতীয় পার্টিকে ছেড়ে দিবেন বলে মনে আশায় আছেন জাতীয় পার্টির বর্তমান এমপি লিয়াকত হোসেন খোকা। তাহলে অনেকটা সহজেই এই আসন থেকে এবারও তিনি নির্বাচিত হতে পারবেন বলে ধারণা করা হয়।

 

তবে বিএনপি যদি এবারের নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এই আসন থেকে আওয়ামী লীগ আলাদা প্রার্থী দিবেন বলে মনে করেন তারা। সে অবস্থায় আওয়ামী লীগের সমর্থনসহ কিংবা সমর্থন ছাড়া উভয় প্রকারের প্রস্তুতি নিয়ে রাখতে হচ্ছে খোকাকে। তাই তিনি এবার অনেকটাই বেকায়দায় বলে মনে করেন স্থানীয়রা। একই সাথে আওয়ামী লীগের প্রার্থীরাও আছেন সেই সিদ্ধান্তের উপর। তবে এখান থেকে আওয়ামী লীগের প্রার্থী দিলে দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী হতে ইচ্ছুক নেতারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

 

এবারের নির্বাচনের জন্য আওয়ামী লীগের পক্ষ হতে দলীয় মনোনয়ন পেতে আগ্রহীদের তালিকায় আছেন হাসনাত পরিবারের দুই সদস্য সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ও এরফান হোসেন দ্বীপ। তারা সম্পর্কে চাচাতো ভাই। তাই একই পরিবার থেকে দুই জন থাকায় দলীয় মনোনয়ন পাওয়ার বিষয়ে এবার অনেকটাই চাপে থাকবেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার।

 

তালিকায় আছেন সোনারগাঁ আওয়ামী লীগের বর্তমান সভাপতি এড. সামসুল ইসলাম ভূঁইয়ার ছেলে উপজেলা আওয়ামী লীগের সদস্য মারুফুল ইসলাম ঝলক, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এএইচএম মাসুদ দুলাল, সোনারগাঁ আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য মাহফুজুর রহমান কালামসহ একাধিক নেতার নাম। জাতীয় পার্টি থেকে আছেন বর্তমান সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা।

 

স্থানীয় সূত্র থেকে জানা যায়, একাধারে দুই টার্ম এই আসনটি জাতীয় পার্টির দখলে থাকার পর সোনারগাঁ আওয়ামী লীগের পক্ষ হতে এবার এই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী দেওয়ার দাবি জানানো হয়। এই দাবির প্রতি কেন্দ্র গ্রীন সিগন্যাল দিয়েছেন বলে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নীতিনির্ধারক পর্যায়সহ সোনারাগাঁ আওয়ামী লীগের একাধিক নেতা জানিয়েছেন।

 

তাই এবার নতুন উদ্যোমে রাজনৈতিক ও নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন এই আসন থেকে দলীয় মনোনয়ন পেতে ইচ্ছুক নেতাগণ। এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসীল ঘোষণা না হলেও সোনারগাঁ জুড়ে বইছে নির্বাচনের হাওয়া। নির্বাচনকে সামনে রেখে সোনারগাঁয়ের প্রতিটি পাড়া-মহল্লা চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জামায়াতসহ একাধিক প্রার্থী।

 

অন্যদিকে বিএনপি এখনও সরাসরি নির্বাচনী প্রচারণায় না নামলেও নির্বাচন পদ্ধতি নিয়ে আন্দোলন সংগ্রামের পাশাপাশি তৈরি করে যাচ্ছেন নিজেদের প্রস্তুতি। আন্দোলনের মাধ্যমে একটি অবস্থান নিশ্চিত করার পর দলীয়ভাবে নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত হলে মাঠে প্রচারণায় নামবেন তারা। এস.এ/জেসি 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন