Logo
Logo
×

আন্তর্জাতিক

সৌদি আরবে গলায় ফাঁস দিয়ে বাংলাদেশীর আত্মহত্যা

Icon

মুহাম্মদ আলী

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২০, ০৭:২৩ পিএম

সৌদি আরবে গলায় ফাঁস দিয়ে বাংলাদেশীর আত্মহত্যা
Swapno

সৌদি আরবের উত্তরাঞ্চল প্রদেশের আর’আর শহরে হাবিবুল ইসলাম পলাশ (২২) নামের এক প্রবাসী বাংলাদেশী আত্মহত্যা করেছে। রবিবার  (১৫) নভেম্বর  রাতে আর’আর শহরের হাইয়েল মাতার নামক এলাকায় নিজ কর্মস্থল লন্ড্রি দোকানের ভিতর থেকে তালাবদ্ধ  করে ছাদের খুঁটির সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে তিনি আত্মহত্যা করেন। 


সকালে ওই এলাকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা জুলন্ত অবস্থায় হাবিবুল ইসলাম পলাশের লাশ দেখতে পায়। পরে স্থানীয় পুলিশকে খবর দিলে পুলিশ এসে আইনি প্রক্রিয়া শেষে ময়না তদন্তের জন্য লাশ স্থানীয় একটি হাসপাতালে পাঠায়। তার মরদেহ বর্তমানে হাসপাতালের হিমাঘরে রাখা হয়েছে।

 

নিহত হাবিবুল ইসলাম পলাশ নোয়াখালী জেলার  লক্ষ্মীপুর উপজেলার চন্দ্রগঞ্জ  ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের মুহাম্মদ শাহিনের ছেলে।


নিহতের মামাতো ভাই মুহাম্মদ রিপন মিয়া জানান, নিহত হাবিবুল ইসলাম পলাশ গত ৪/৫ বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবের উত্তরাঞ্চল প্রদেশের আর’আর শহরে পাড়ি জমান। কিছুদিন ধরে মানসিকচাপে ভুগছিলেন। মানসিকচাপ সহ্য করতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।  

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন