Logo
Logo
×

নগর জুড়ে

স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ মে ২০২৩, ০৭:৩০ পিএম

স্কুলব্যাগ বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কর্মকর্তা
Swapno


নারায়ণগঞ্জ জেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুজ্জামান সর্দার বলেছেন, সমাজের দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার সহায়তায় সামর্থবানদের এগিয়ে আসতে হবে। তাহলে সমাজ দ্রুত এগিয়ে যাবে। পিতা-মাতার মৃত্যুবার্ষিকীতে শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ অত্যন্ত ভালো একটি উদ্যোগ। এ উদ্যোগটি অন্যদেরও অনুসরন করা প্রয়োজন। 

 

 

বুধবার সকালে নগরীর বাবুরাইল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বাবুরাইল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর ছাত্র-ছাত্রীদের মধ্যে স্কুল ব্যাগ বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বাংলাদেশ হোসিয়ারী সমিতির সাবেক ডিরেক্টর বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা সমাজকল্যান সংস্থা এ স্কুল ব্যাগ বিতরণের আয়োজন করে।

 

 

সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিনের ছেলে শরীফ উদ্দিন সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৬,১৭,১৮ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর আফরোজা হাসান বিভা।

 

 

বক্তব্য রাখেন সংস্থার অন্যতম সমন্বয়ক নীলা আহমেদ নিশি, বাবুরাইল বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা শাহিদা আহমেদ, বাবুরাইল বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা রিন্টু প্রভা সাহা, মাতৃছায়া আঞ্জুমান এর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন। 

 

 

আলোকচিত্র শিল্পী শওকত মিথুন, মাহমুদা আক্তার, খুকু খান, আনিসুর রহমান রনি। অনুষ্ঠানে একশ সাতজন শিশুকে স্কুলব্যাগ প্রদান করা হয়। বিগত পনেরো বছর ধরে মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন-শাহ্ শরীফুন নেছা সমাজকল্যান সংস্থা এ কার্যক্রম চালিয়ে আসছে।  এন. হুসেইন রনী  /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন