শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

স্পিডারম্যান ভেঙ্গেই চলেছে একের পর এক রেকর্ড।

যুগের চিন্তা বিনোদন ডেস্ক

প্রকাশিত: ৪ জানুয়ারি ২০২২  

মহামারি করোনার কবলে যখন আতঙ্কে পুরো বিশ্ব তখনই মুক্তি পায় ‘স্পাইডারম্যান নো ওয়ে হোম ’।বক্স অফিসে আগের সব হিসেব নিকেশ তছনছ করে দিয়েছে ‘স্পাইডারম্যান সিরিজের এই নতুন সিনেমা। মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই বাজেট ছাড়িয়ে আয়ের রেকর্ড গড়েছে এ সিনেমা।

 

করোনা ভয়ে হলে গিয়ে সিনেমা দেখার সংশয় উড়িয়ে দিয়ে কোটি কোটি দর্শক ছবিটি দেখেছেন।গুগল তথ্য অনুযায়ী ২০০ মিলিয়ন ডলার বাজেটের সিনেমাটি ১.৩৭ বিলিয়ন ডলার আয়ের রের্কড গড়েছে! বাংলাদেশি টাকায় যার পরিমাণ  প্রায় ১১ হাজার ৭৪৯ কোটি ২৭ লাখ ৪৮ হাজার ১০০ টাকা।

 

সিনেমটিগেল বছরের ১৭ ডিসেম্বর মুক্তি পায় । প্রথম দিন থেকেই বাজিমাত করতে থাকে টম হল্যান্ড এর এই সিনেমা। বাংলাদেশের সিনেপ্লেক্সগুলোতেও চোখে পড়ে দর্শকের উপচে পড়া ভিড়।

 

আর এমন সাড়ায় এরইমধ্যে ২০২১ সালের সর্বোচ্চ ব্যবসাসফল সিনেমার খেতাবও পেয়েছে ‘স্পাইডারম্যান’। শুধু তাই, সর্বকালের সেরা ব্যবসা সফল সিনেমা হওয়ার পথেও পা দিয়ে ফেলেছে সিনেমাটি।

এই বিভাগের আরো খবর