স্বেচ্ছসেবকলীগ নেতার মায়ের মৃত্যুতে ভিপি বাদলের শোক

যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ৩০ মে ২০২৩, ১০:০৭ এএম

কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছসেবকলীগের সাবেক সভাপতি মাসুম আহমেদের মা রাশিদা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল (ভিপি বাদল)।
গত শুক্রবার দিবাগত রাতে রাশিদা বেগম তার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বেশ কিছুদিন যাবত তিনি শারিরীকভাবে অসুস্থ ছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে।
এক শোকবার্তায় ভিপি বাদল জানান, কাঁচপুর ইউনিয়ন স্বেচ্ছসেবকলীগের সাবেক সভাপতি মাসুম আহমেদের মা রাশিদা বেগমের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ তার শোক সন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এন. হুসেইন রনী /জেসি