Logo
Logo
×

সংগঠন সংবাদ

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটেন দুলাল প্রধান

Icon

যুগের চিন্তা অনলাইন

প্রকাশ: ২৭ জুলাই ২০২১, ১০:৩০ পিএম

স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে কেক কাটেন দুলাল প্রধান
Swapno

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের ২৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দোয়া ও কেক কাটা অনুষ্ঠানের আয়োজন করেন স্বেচ্ছসেবকলীগ নেতা দুলাল প্রধান। মঙ্গলবার (২৭ জুলাই) বিকেলে বন্দরের ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক  ও নাসিক ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন আহমেদ দুলাল প্রধান এর উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 


 
অনুষ্ঠানের শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন নেতৃবৃন্দরা। এসময় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের সহ-ধর্মীনী সালমা ওসমান লিপি’র সুস্থ্যতা এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করা হয়। পরে উপস্থিত সকল নেতৃবৃন্দদের নিয়ে সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।  

 

এ সময় দুলাল প্রধান বলেন, করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে নতুন উদ্যমে কাজ শুরু করে স্বেচ্ছাসেবক লীগ। মানুষের পাশে দাঁড়াতে গিয়ে করোনা আক্রান্ত হন আমাদের নেতা স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ এবং সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু। ইতোমধ্যে আবিষ্কৃত হয়েছে কোভিড-১৯ ভ্যাকসিন। বিশ্বের পরাক্রমশালী রাষ্ট্রগুলো যেখানে ভ্যাকসিন সংগ্রহে ব্যর্থ, ঠিক তখনই ভ্যাকসিন কূটনীতিতে সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুরুতেই ভ্যাকসিন পেয়ে গেছে আমাদের বাংলাদেশ। কিন্তু আমাদের দেশের বিরোধীদলগুলো ভ্যাকসিনের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট প্রপাগান্ডা ছড়াচ্ছে।  আমি কোভিড-১৯ ভ্যাকসিন নিতে সাধারণ মানুষকে আহবান জানাচ্ছি।

 


কাউন্সিলর দুলাল আরো বলেন, তৃণমূলে দলকে আরো শক্তিশালী করার জন্য জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নীতি, আদর্শ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে স্বেচ্ছাসেবক লীগ আজ শক্তিশালী সংগঠন। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী সফল হোক এবং করোনা দুর্যোগ কাটিয়ে পৃথিবীতে উঠুক নতুন রাঙা সূর্য। ২৭ জুলাই শুধু স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী নয়, দেশ নেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য পুত্র সজীব ওয়াজেদ জয়েরও জন্মদিন। জন্মদিনে স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা সজীব ওয়াজেদ জয়কে জানাই “শুভ জন্মদিন”।

 

এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি তানভীর আহমেদ সোহেল, যুগ্ন সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান কমল, ক্রিড়া সম্পাদক আনোয়ার হোসেন, সদস্য জিয়াউল হক বাবু, শাহনেওয়াজ রাহাত, রফিক মনা, সালাউদ্দিন, কামাল উদ্দিন ও অপু তালুকদার প্রমুখ নেতৃবৃন্দ।


 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন