শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

হলি উইলস স্কুলে বার্ষিক চকলেট উৎসব অনুষ্ঠিত

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৩০ মার্চ ২০২২  

সিটি কর্পোরেশনের ৮ নং ওয়ার্ডে  বুধবার গোদনাইলে হলি উইলস স্কুলে ছাত্র ছাত্রীদের আনন্দঘন পরিবেশে বার্ষিক চকলেট উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন ও বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম। এছাড়াও স্কুলের প্রধান শিক্ষক মাহমুদা শামীমসহ শিক্ষক-অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

চকলেট উৎসবে একেক জন ছাত্র-ছাত্রী মুঠোভরে যত চকলেট তুলতে পারে তা নিয়ে যায়। প্লেগ্রæপ থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীরা আনন্দের মধ্যদিয়ে মুঠো ভরে চকলেট তুলে নেয়ার এ উৎসবে অংশ নিয়েছে।

 

অনুষ্ঠানে আলোচনায় বীর মুক্তিযোদ্ধা আবদুল মতিন ও শহিদুল ইসলাম  বলেন, এখন আধুনিক বিশ্বে নানারকম আনন্দের মধ্যদিয়ে ছাত্রছাত্রীদের লেখাপড়া শেখানো হয়। চকলেট উৎসবের মতো এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে আনন্দের সঙ্গে স্কুলের পাঠ গ্রহনে অত্যন্ত আগ্রহী করে তুলবে বলে দুই অতিথি মত প্রকাশ করেন।

 

ব্যতিক্রমধর্মী এ চকলেট উৎসবে অংশ নিতে পেরে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দিত বলে জানায়। শিক্ষার্থীরা বলে, হলি উইলস স্কুলে প্রতিবছর চকলেট উৎসব অনুষ্ঠিত হয়। তারা প্রানভরে উপভোগ করে এ উৎসব।
 

এই বিভাগের আরো খবর