শুক্রবার   ২৯ মার্চ ২০২৪   চৈত্র ১৫ ১৪৩০

হাতি কান্ধে নিয়া দৌঁড় দিমু

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২২  

# হাতিকে নৌকায় উঠতে দিমুনা

 

গতকাল দুপুরে বাধন কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে নাসিক নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী বিএনপির তৈমূর আলম খন্দকারকে উদ্দেশ্য করে শামীম ওসমান বলেন, আপনি আপনার মতো করেন আমাদের কোন আপত্তি নাই। হাতি দিয়ে নৌকা ডুবাই দিবেন। আমার মনে হয়না, নারায়ণগঞ্জে বিএনপি-জামাতের ওই ক্ষমতা আছে যে নৌকা ডুবায় দেয়ার ক্ষমতা আছে। হাতির সাইজ বড় হতে পারে। হাতির সাইজ বড় হইলে আমরা হাতি কান্ধে নিয়াই দৌঁড় দিমু। হাতিকে নৌকায় উঠতে দিমুনা। আমরা যখন জাগবো, অনেকে তখন ঘুমাবেন। যখন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা জেগে উঠে তখন স্বাধীনতার বিরোধী শক্তিরা আস্ফালন দেখানোর জায়গা পায়না। জয় বাংলা স্লোগান শুনলে অনেকের মনে কেঁপে উঠে।

 

প্রসঙ্গত, ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়ছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রতীক নৌকা। বিএনপি থেকে অব্যাহতিপ্রাপ্ত নেতা তৈমূর আলম খন্দকার স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতীকে লড়ছেন। হাতি প্রতীক পাওয়ার পর তৈমূর আলম খন্দকার, হাতি নৌকায় উঠে নৌকা ডুবিয়ে দিবে বলে মন্তব্য করেন। নাসিক নির্বাচন নিয়ে এতোদিন নীরব ভূমিকা পালন করলেও শামীম ওসমান গতকাল নৌকার পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে নাসিক নির্বাচন নিয়ে মুখ খোলেন।

এই বিভাগের আরো খবর