বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

হয়তো অন্য কোনোদিন

প্রকাশিত: ৭ আগস্ট ২০১৯  

প্রিয়তমেষু, তুমি কেন বার বার ভুলে যাও ?
আমি অপরাজিতা, আমি লগ্ন জয়িতা 
আমি রণ-ক্লান্ত তবুও চির অনন্ত

 

আমি জানি, আমার মাংস খুবলে খাবার জন্য তুমি বসে আছ 
তোমার রাজপ্রাসাদ শোভিত হয়, গভীর রাতে আমার নগ্ন শরীর দেখবার প্রত্যাশায়!
না থাক, প্রেমিকা বলে, প্রতি রাতের ধর্ষণকে বার বার ভালোবাসা বলে আখ্যা দিও না ! 

 

তোমার কী ধারণা চার দেয়ালের মাঝে বন্দী থেকেই আমি মারা যাব
প্রতি নিশ্চুপ রাতের আর্তস্বর চিৎকারেই মুছে যাবে আমার নাম ?
ভুল ভাবছো তবে! ঘুমের ঘোরে স্বপ্ন দেখা বন্ধ কর প্রিয়!

 

আজ না হয় রাতের অন্ধকার,
কাল তো নতুন সূর্য উদিত হবে !
তোমার এই মুখোশধারী পশুর চেহারা সূর্যের কড়া তাপে পুড়ে ছারখার হয়ে যাবে !
তোমার ঐ পশুর মতো প্রতিটি ছোবলের হিসাব আমি চুকিয়ে দেব।

 

আমার প্রতিবাদের কন্ঠে 
গণজাগরণ মঞ্চ আবারও প্রকম্পিত হবে !
হয়তো আজ, নয়তো কাল, নয়তো অন্য কোনোদিন !


লাম তানজিম  তাফাননুন অরনী