বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪   চৈত্র ১৪ ১৪৩০

১০০ উইকেট শিকারী নাসুম আহমেদ

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২১  

প্রথম শ্রেণি ক্রিকেটে ৯৪ উইকেট নিয়ে ম্যাচ শুরু করে নাসুম আহমেদ। আর উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম  ইনিংস শেষেই নিজের প্রথম শ্রেণির ক্রিকেটের ১০০তম উইকেট শিকার করে নাসুম।

 

উত্তরাঞ্চলের বিপক্ষে প্রথম দিনের শেষে উইকেট ছিলো মাত্র ১টি নাসুমের। ট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৪ উইকেট ২৪৬ রান করা মার্শাল আইয়ুবের দল থেমে গেছে ৩৮৫ রানে। যার প্রধান কারণ নাসুমের বোলিং দক্ষতা।

 

আজ (সোমবার) ম্যাচের দ্বিতীয় দিন আর ১৩৯ রানেই পতন ঘটেছে বাকি ৬ উইকেটের। যার মধ্যে ৫টি নিজের পকেটে তুলেছেন নাসুম আহমেদ। বলে রাখা ভালো, আগের ম্যাচেও ৬ উইকেট শিকার করেছিলেন নাসুম। আগের দিন ৭২ রানে ১ উইকেট শিকারি এ বাঁহাতি স্পিনার আজ ১২০ রানে ঝুলিতে ভরেছেন বাকি ৫ উইকেট।

 

আগের দিন ১২৬ রানে অপরাজিত থাকা নাইম ইসলাম বেশি দূর যেতে পারেননি।আর মাত্র ১১ রান যোগ করেই আউট হয়ে গেছেন তিনি। অন্যদিকে উইকেটরক্ষক ব্যাটার মাহিদুল ইসলাম অংকনের ইনিংসটিও লম্বা হয়নি। দ্বিতীয় দিন উত্তরাঞ্চলের স্কোর এগিয়ে নিয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার শরিফুল্লাহ (৯২ বলে ৫৬) ও মিডল অর্ডার আরিফুল হক (৫৪ বলে ৩১)।
 

এই বিভাগের আরো খবর