শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

১৫ ওয়ার্ডে পুরাতনদের প্রতি আস্থা রেখেছে ভোটাররা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১৮ জানুয়ারি ২০২২  

দেশের মানুষ অনেকদিন পর কোন ধরনের হানা হানি ছাড়া সুষ্ঠ নির্বাচন দেখল নারায়ণগঞ্জে। আর তা হলো নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচন। প্রচারনা থেকে শুরু করে ভোট গ্রহনের দিন পর্যন্ত কোন সংঘাত ঘটে নাই। এমনকি নির্বাচনে কাউকে পেশি শক্তি প্রয়োগ করতে দেখা যায় নাই। নাসিক নির্বাচনে দায়িত্বরত রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তারের বেসরকারি ফলাফলে ঘোষনা হওয়ার পর জানাযায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোটারদের ভোটের মাধ্যমে ১৫ টি ওয়ার্ডে পুরোন সাবেক কাউন্সিলররা আবারও নির্বাচিত হন। আর এতে করে সচেতন মহলের মতে বিভিন্ন কারনে পুরোনদের প্রতিই ভোটারদের আস্থা ছিল। তাই এবারও ১৫ ওয়ার্ডে নতুন প্রার্থী নির্বাচিত না হয়ে আগের ব্যক্তিরা নির্বাচিত হয়েছেন।


সিদ্ধিরগঞ্জ
পুরোনরা হলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সিদ্ধিরগঞ্জ এলাকারর ২ নম্বর ওয়ার্ডের সদ্য সাবেক কাউন্সিলর ইকবাল হোসেন জনগণের ভোটে আবারও নির্বাচিত হন, ৩ নম্বর ওয়ার্ডে গতবারের দায়িত্বরত কাউন্সিলর শাহজালাল বাদল আবারও জনপ্রতিনিধি নির্বাচিত হন। নাসিক ৫ নম্বর ওয়ার্ডে পূর্বের জনপ্রতিনিধি সাদরিল এবারও নির্বাচিত হয়েছে। ৬ নম্বর ওয়ার্ডে সিরাজমন্ডলকে হারিয়ে মতিউর রহমান মতি পাশ করেন। ৮ নম্বর ওয়ার্ডে রুহুন আমিন মোল্লা এবার নিয়ে তিনবার জয়ী হন। ৯ নম্বর ওয়ার্ডে ইস্রাফিল প্রধান আবারও জয়ী হন। সিদ্ধিরগঞ্জ নাসিকের ১০ নম্বর ওয়ার্ডে ইফতেখার আলম খোকন এবার নিয়ে ২ বার জনপ্রতিনিধি হন।এনিয়ে সিদ্ধিরগঞ্জের ১০টি ওয়ার্ডের ৭টিতেইে পুরোনদের প্রতি আস্থা রেখেছে ভোটাররা।


শহর
এদিকে নগরীর শহরের ওয়ার্ড গুলোর মাঝে নাসিক ১২ নম্বর ওয়ার্ডে এবার নিয়ে চার বার জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হন শওকত হাসেম শকু, একই ভাবে ১৩ নম্বর ওয়ার্ডের খোরশেদ আলম খন্দকার এবার নির্বাচিত হয়ে চার বার জনপ্রতিনিধি হন। শহরের ব্যবসায়িক এলাকা ১৫ নম্বর ওয়ার্ডে অসিত বরন জয়ী হন। শহরের পাইকপাড়া এলাকায় ১৭ নম্বর ওয়ার্ড থেকে গতবারের মত এবারও আব্দুল করিম বাবু নির্বাচিত হন। এনিয়ে শহর এলাকার চারটি ওয়ার্ডে পুরোনদের প্রতি আস্থা রেখেছে ভোটাররা।  


বন্দর
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এরিয়াদিন এলাকা ২২ নম্বর ওয়ার্ডে গতবারের ন্যায় এবারও সুলতান আহমেদ নির্বাচিত হন। নাসিক ২৪ নম্বর ওয়ার্ডে আফজল হোসেন জয়ী হন। ২৫ নম্বর ওয়ার্ড থেকে মো. এনায়েত হোসেন এবারও নির্বাচিত হন এবং ২৬ নম্বর ওয়ার্ডে সামসুজ্জোহা আবারও জয়ী হন। এনিয়ে বন্দরে চারটি ওয়ার্ডে ভোটররা পুরোনদের প্রতি আস্থা রাখেন। নাসিকের ২৭ টি ওয়ার্ডের মাঝে ১৫ টিতে পুরাতন কাউন্সিলররা বহাল রয়েছে। এবং ১২ টিতে নতুন প্রার্থী নির্বাচিত হয়েছে।

এই বিভাগের আরো খবর