Logo
Logo
×

আদালতপাড়া

২১ ব্যাচের আইনজীবিদের আয়োজেন আলোচনা সভা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৫৮ পিএম

২১ ব্যাচের আইনজীবিদের আয়োজেন আলোচনা সভা
Swapno

 

বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক আইনজীবি তালিকাভুক্তি ২য় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ২১ ব্যাচ’র আয়োজনে আলোচনা সভা করা হয়। সোমবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা আইনজীবি সমিতির ভবনে এই আলোচনা সভা করা হয়।

 

এ সময় প্রধান অথিতির বক্তব্যে জেলা আইনজীবি সমিতিরি সভাপতি এড. হাসান ফেরদাউস জুয়েল বলেন, ২১ ব্যাচের আইনজীবিরা ভালো করছে। তবে আইনজীবিরা চাইলেই সবকিছু করতে পারে না। সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। আদালত পাড়ায় আমরা দালাল টাউটদের কমিয়ে এনেছি। আইনজীবিদের উদ্দেশ্যে তিনি বলেন, যারা নতুন ভাবে বার কাউন্সিলের তালিকাভুক্তি হন তারা  ৫ থেকে ৭ বছর টিকে থাকতে পারেনি তাদের সেই ধৈর্য দেখি। কেননা এই পেশায় অনেকে আসলেও ৫ বছরের মাথায় আবার অনেকে ঝরে যায়। যারা এই সময়টা পার করে ফেলে তারা টিকে যায়। তারাই তখন একজন ল’ইয়ার হন। আপনাদেরকে বিএ ল’ইয়ার ভাবতে হবে। পরে ২১ ব্যাচের  ২য় বর্ষপূর্তি উপলক্ষে ৩য় বর্ষ পর্দাপন করায় কেক কেটে উদযাপন করা হয়।  

 

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এড. মোহাম্মদ মহসিন মিয়া, সহ সভাপতি এড রবিউল ইসলাম রনি, এড. এম এম হাসান, এড. গাজী শাহ পরান। এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন