শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

২৩ মার্চ পর্যন্ত চলবে ‘চিত্রপটে ত্বকী’ প্রদর্শনী

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২১ মার্চ ২০২৩  




তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা ও বিচারহীনতার দশ বছর উপলক্ষে চলছে ‘চিত্রপটে ত্বকী’ প্রদর্শনী। নারায়ণগঞ্জের আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তনের গ্যালারীতে ত্বকীকে নিয়ে দেশের বিশিষ্ট ৪৭ জন শিল্পীর আঁকা চিত্রকর্মের এ প্রদর্শনী চলবে ২৩ মার্চ পর্যন্ত। প্রদর্শনীর সময় প্রতিদিন বিকাল তিনটা থেকে রাত আটটা।

 

 

 প্রদর্শনীর শিল্পীরা হচ্ছেন- হাশেম খান, রফিকুন নবী, আবদুল মান্নান, শহীদ কবির, আবদুস শাকুর, ফরিদা জামান, বীরেন সোম, রণজিৎ দাস, মোহাম্মদ ইউনুস, জি এম খলিলুর রহমান, তরুণ ঘোষ, সৈয়দ হাসান মাহমুদ, শিশির ভট্টাচার্য, নিসার হোসেন, জাহান আফরোজ, মনিরুজ্জামান, আতিয়া ইসলাম অ্যানি, রফিউর রাব্বি।

 

 

এবং এম. আর দিদার, জাহিদ মুস্তাফা, অশোক কর্মকার, মাসুক হেলাল, সমীরণ চৌধুরী, আহমেদ নাজির, সাহিদা আকতার, সনজীব দাস অপু, কিরীটী রঞ্জন বিশ্বাস, মোঃ জহিরউদ্দিন, ফজলুর রহমান ভুটান, রুবিনা নার্গিস, সামছুল আলম আজাদ, রাশেদুল হুদা, রেজাউল হক লিটন, শহীদ আহমেদ মিঠু, আনিসুজ্জামান।

 

 

এবং দুলাল চন্দ্র গাইন, সুশান্ত অধিকারী, গুপু ত্রিবেদী, আজমীর হোসেন, অনুকূল চন্দ্র মজুমদার, অমল আকাশ, নাসির আহমেদ, সুমন ওয়াহিদ, মামুন হোসাইন, আরিফুর রহমান তপু, শাহনুর মামুন ও জিয়াউর রহমান। উল্লেখ্য গত ৫ থেকে ১১ মার্চ পর্যন্ত এ প্রদর্শনীটি ঢাকার জাতীয় জাদুঘরের বঙ্গমাতা লবিতে অনুষ্ঠিত হয় । এন.হুসেইন.জেসি

এই বিভাগের আরো খবর