Logo
Logo
×

রাজনীতি

২৭ সেপ্টেম্বর হবে বিএনপির সবচেয়ে বড় মহাসমাবেশ  

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৩, ০২:১৭ পিএম

২৭ সেপ্টেম্বর হবে বিএনপির সবচেয়ে বড় মহাসমাবেশ  
Swapno

 

 

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দফায় দফায় আন্দোলন সংগ্রামের মাধ্যমে রাজপথে গর্জে উঠেছে। ইতিমধ্যে ১ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে নিয়ে শুধূ নারায়ণগঞ্জে নয় সারা বাংলাদেশে দফায় দফায় কর্মসূচি পালিত হচ্ছে সমাবেশ, রোর্ড মার্চসহ ইত্যাদি কর্মসূচির মাধ্যমে মূখর্রিত হয়ে উঠেছে বিএনপির রাজনৈতিক অঙ্গন।

 

 

এবার সেই ধারবাহিকতায় আগামী ২৭ সেপ্টেম্বর জেলা ও মহানগর বিএনপির জনমাবেশ ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যে সেই সমাবেশ সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি শুরু করেছে বিএনপি ও এই দলের অঙ্গসহযোগী সংগঠনগুলোর। এই সমাবেশকে মহাসমাবেশে রুপ দেয়ার জন্য জেলা ও মহানগর বিএনপি দফায় দফায় নেতাকর্মীদের সঙ্গে প্রস্তুতি সভাসহ নানা বৈঠক অবহৃত রেখেছে।

 

 

এই সমাবেশে জেলা বিএনপির সভাপতি, সাধারন সম্পাদক, মহানগর বিএনপির আহ্বায়ক, সদস্য সচিব ব্যতিত আরো নারায়ণগঞ্জের নির্বাহী কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান এবং আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ ও সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহম্মেদ টিটু।

 

 

ইতিমধ্যে নেতাকর্মীদের দেখাতে চায় নারায়ণগেঞ্জর বিএনপির সমর্থণে কানায় কানায় ভরপুর সেই লক্ষ্যে নিয়ে জেলা, মহানগর বিএনপি ও অঙ্গসংঠনের নেতৃবৃন্দ ব্যাপক প্রস্তুতি নিচ্ছে সকলের দাবি এই জনসামবেশ স্বরণকালের শ্রেষ্ঠ সমাবেশে পরিণত হবে।

 


এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গিয়াসউদ্দিন যুগের চিন্তাকে বলেন, দেশের গণতন্ত্র পূর্ণউদ্ধার, জনগণের ভোট অধিকার ফিরিয়ে দেওয়া, স্বাধীনতার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া, সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ১ দফা দাবি আদায়ের লক্ষে বর্তমানে আমরা আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি।

 

 

সেই ধারবাহিকতায় অনেকেদিন পরে আগামী ২৭ সেপ্টেম্বর দেশ তারেক রহমান জেলা বিএনপিকে একটি কর্মসূচি করতে বলেছে জন সমাবেশ। এই জনসমাবেশকে ঘিরে ইতিমধ্যে আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ অনেকটাই উৎফুল্ল হয়ে উঠেছে।

 

 

আমরা আশাবাদী যে আগামী ২৭ তারিখের জন সমাবেশ স্মরণকালের শেষ্ট্র সমাবেশের করবো এই সমাবেশেকে সফলমন্ডিত করার লক্ষ্যে নিয়ে আমাদের সকল ইউনিটের নেতৃবৃন্দ ইতিমধ্যে আমাদের নির্দেশনা মোতাবেক প্রস্তুতি মূলক সভা পালন করছে। আমি দেশের জনগণকে অনুরোধ করবো তারা যাতে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে সকল আন্দোলণ সফল করে এবং এই আমাদের ১ দফা দাবি বাস্তবায়ন করে।

 


মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান যুগের চিন্তাকে বলেন, তত্ত্বাধায়কের দাবি সম্মিলিত ১ দফা দাবি আদায়ের সংগ্রামে আমরা যুক্ত রয়েছি। বাংলাদেশ  জাতীয়তাবাদী দল বিএনপি সারা দেশে এ ১ দফা দাবির উপরে ইতিমধ্যে যেভাবে আমাদের জনসমর্থন বৃদ্ধি হয়েছে। এ ছাড়া ও দেশের জনগণের মাঝে এখন ব্যাপক উদ্দিপনা শুরু হয়েছে।

 

 

বর্তমানে দেশের যে অবস্থা দ্রব্য মূল্যেসহ দেশের জনগণের সকল প্রকারের মৌলিক চাহিদা যেভাবে বৃদ্ধি পেয়েছে। যার কারণে মানুষের না বিশ্বাসা মূলক অবস্থা। যার কারণে সরকারের উপরে ব্যাপকভাবে ক্ষিপ্ত হয়ে রয়েছে।

 

 

আর বিএনপি বর্তমানে চূড়ান্ত আন্দোলনের পেক্ষাপট হিসেবে এক দফা দাবি আদায়ের আরেকটি অংশ হিসেবে আগামী ২৭ তারিখ জেলা ও মহানগরের জনসমাবেশ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। ইতিপূর্বে এই সমাবেশকে ঘিরে আমাদের কেন্দ্রীয়ভাবে নানা দিক নিদের্শনা দেওয়া হয়েছে।

 

 

আর সেখানে আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল একটি শান্তিপূর্ণ সমাবেশ পালন করতে আমরা সেই লক্ষ্যে নিয়েই রাজপথে আছি ও আমাদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ ইতিমধ্যে প্রস্তুতিসভা করছে আমরা ও সেখানে প্রস্তুতিমূলক সভা পালন করেছি। আমরা আশা করছি এই সমাবেশে আমরা মহানগর বিএনপি ব্যাপকভাবে পালন করতে পারবো।

 

 

আর এই জনসমাবেশে জনসমুদ্র সৃষ্টি করবো। ইতি মধ্যে এই সমাবেশকে লক্ষ্যে করে আমাদের নেতাকর্মীদের বাড়ি  বাড়ি পুলিশ গিয়ে হানা দিচ্ছে আমরা সেটার তীব্র নিন্দ্রা ও প্রতিবাদ জানাই। আর বলতে চাই এই সমাবেশ আমরা সকল বাধা উপেক্ষা করেই সফল করবো।

 


জেলা বিএনপির সাধারন সম্পাদক গোলাম ফারুক খোকন যুগের চিন্তাকে বলেন, আমাাদের দিক নির্দেশনা মোতাবেক আমাদের সকল ইউনিটের নেতাকর্মীরা যার যার ইউটিটে প্রস্তুতি সভা করছে। আমরা আশাবাদী এই ২৭ তারিখের জনসমাবেশ জনসমুদ্রে রূপ দিতে পারবো।

 

 

আর ইতিমধ্যে আমাদের রূপগঞ্জসহ কয়েকটি থানা এলাকা থেকে খবর পেলাম জসমাবেশকে ঘিরে পুলিশি হানা চলছে। আমরা কোন হানা এখন ভয় পাই না আমরা অতিতের চেয়ে এখন অনেকটাই ঐক্যবদ্ধ এমনকি আমাদের সাথে দেশের জনগণের জনসমর্থন রয়েছে। যার কারণে কোনভাবেই এই সম্মেলনকে এই সরকারের লোকজন বাঞ্চাল করতে পারবে না।
 

 


মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু যুগের চিন্তাকে বলেন, এই আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিএনপির চেয়ারসার্পন দেশনেত্রী বেগম খালোদা জিয়া উনাকে কেঙ্গারু আদালতে মিথ্যা ও ষড়যন্ত্র মামলায় কারাগারে যাওয়ার আগমুহুর্ত্ব পর্যন্ত উনি নানা সময় আমাদের নানা কর্মসূচি দিয়েছেন, আমরা ও যথাযথভাবে সকল কর্মষূচি পালন করেছি।

 

 

যেহেতু আমাদের মা ও মাটি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের গ্যাড়াকালের কারাগারে আবদ্ধ সেহেতু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের রাজনৈতিক অভিভাবক তারেক রহমান চিকিৎসার কারণে বাংলাদেশ থেকে হাজার মাইল দূরে লন্ডন থেকে এই আওয়ামী লীগ সরকারের পতনের জন্য ও গণতন্ত্রকে পূর্নউদ্ধার, সংবাদপত্রের স্বাধীনতা, ভোটের অধিকার, ভাতের অধিকার, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে যে কর্মসূচি দিচ্ছে এবং দিবেন সকল কর্মসূচি পালন করার লক্ষ্যে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি প্রস্তুত রয়েছে।

 

 

ইনশাআল্লাহ আগামী ২৭ সেপ্টেম্বর এই সরকারের পদত্যাগে দাবিতে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন কমিশন গঠন করা ও সুষ্ঠু নির্বাচনের দাবি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সকল মিথ্যা মামলা পত্যাহারের দাবিতে যে কর্মসূচি ইনশাআল্লাহ আমরা জেলা বিএনপির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে মহানগর বিএনপি থেকে হাজারো নেতাকর্মী নিয়ে আমরা সেই জনসাবেশে উপস্থিত থাকবো আর এর মধ্যে যদি আমাদের কোন প্রকারের বাধা আসে সকল বাধাকে আমরা তুচ্ছ ভেবে এগিয়ে এই সমাবেশে সফল করবো ইনশাআল্লাহ।

 


জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি যুগের চিন্তাকে বলেন, ইতিমধ্যে আমাদের যতগুলো কর্মসূচি কেন্দ্র দিয়ে যাচ্ছে সকল সমাবেশ আমরা যথাযথভাবে সফল করছি। সামনে আমাদের যতগুলো কর্মসূচি দেওয়া হবে সকল কর্মসূচি জেলা যুবদল ব্যাপকভাবে পালন করবে।

 

 

ইতিমধ্যে আমাদের ২৭ তারিখে জেলা ও মহানগর বিএনপি জনসমাবেশ ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। সেই সমাবেশকে সফল করার লক্ষ্যে নিয়ে আমরা রাপজপথে নানা প্রস্তুতি করছি। আমরা আশাবাদী সকল অঙ্গসংগঠনের চেয়ে ও ব্যাপক ভাবে সমাবেশে অংশগ্রহণ করবে জেলা যুবদল। ইতিমধ্যে সকল সময়ের ন্যায় এবার ও আমাদের দড়পাক্কার চলছে আমরা সেই পুলিশি হানাকে কোন পাত্তা না দিয়েই সমাবেশে ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করবো।   এন.হুসেইন রনী /জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন