শনিবার   ২০ এপ্রিল ২০২৪   বৈশাখ ৭ ১৪৩১

৩০ মন জাটকাসহ আটক ১

প্রকাশিত: ২৮ জানুয়ারি ২০২১  

৩০ মন অবৈধ জাটকাসহ এক জনকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর নৌ-থানা পুলিশ। এসময় তাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।


বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে ৩নং মাছ ঘাট এলাকা থেকে সদর নৌ-থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক গ্রেফতারকৃতকে নগদ অর্থ জরিমানা করেন।


জানা গেছে, গ্রেফতারকৃত আব্দুর রউফ এর কাছ থেকে প্রায় ১২শত কেজি অবৈধ জাটকা যার আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৬০ হাজার টাকা। অবৈধ এ জাটকা উদ্ধারের ঘটনায় বন্দরের কদম রসূল এলাকার আব্দুর সোবহানের ছেলে আব্দুর রউফ (৫৭)কে আটক করা হয়। পরে উদ্ধারকৃত জাটকা মাছ একাধিক মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, ফতুল্লা সার্কেল এসিল্যান্ড আজিজুর রহমান, সহকারী মৎস্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিন, সদর নৌ-থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ ছগির, এএসআই মোঃ জহিরুল ইসলাম, কনস্টেবল মোঃ আলিম, মোঃ সাজ্জাদ ও হিমেল প্রমুখ।
 

এই বিভাগের আরো খবর