বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪   বৈশাখ ১২ ১৪৩১

৬ দিন লড়াইয়ের পর দগ্ধ মনির হোসেনের মৃত্যু

বন্দর প্রতিনিধি

প্রকাশিত: ৩ এপ্রিল ২০২১  

বন্দরে রান্না ঘরের পানির পাইপ লাইন পরিস্কার করার সময় হাঠাৎ সৃষ্ট অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ৬ দিন হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মৃত্যু বরণ করেছেন মনির হোসেন (৫৫) নামে এক শ্রমিক।

 

শুক্রবার (২ এপ্রিল) ভোর ৬টায় ঢাকা শেখ হাসিনা বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে নিহতের ছেলে সবুজ মিয়া বাদী হয়ে শুক্রবার দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। যার অপমৃত্যু মামলা নং- ১১ তাং- ২-৪-২১ইং।

 

উল্লেখ্য, গত ২৭ মার্চ সকালে বন্দর থানার নবীগঞ্জ নোয়াদ্দার পূর্বপাড়া এলাকায় আব্দুল আজিজ মিয়ার ছেলে সোলাইমান মিয়ার মালিকানাধীন টিনসেড বসত ঘরের ভাড়াটিয়া মহাসিন মিয়ার বসত ঘরের সাথে সংযুক্ত রান্না ঘরে পানির পাইপ লাইন পরিস্কার করার সময় হঠাৎ করেই গ্যাসের লাইজারের আগুনের ফুলকি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

 

ওই ঘটনায় মহসিন, মনির (৫৫), সোলাইমান (৫০), মাহফুজ (১৪) ও নাজিম উদ্দিন (৫৫) মারাত্মক ভাবে অগ্নিদগ্ধ হয়। এলাকাবাসী তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। অগ্নিদগ্ধ ৫ জনের মধ্যে মাহফুজ প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে আছে। বাকী ৪ জন হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় মনির হোসেনের মৃত্যু হয়।
 

এই বিভাগের আরো খবর