রোববার   ০৬ অক্টোবর ২০২৪   আশ্বিন ২১ ১৪৩১

গোগনগরের শীর্ষ সন্ত্রাসী রানার ভাই মহাসিন আটক

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৮ ডিসেম্বর ২০২৩  

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর ইউনিয়নের ওয়ারেন্ট ভুক্ত আসামী মহাসিন নামের এক ব্যক্তিকে আটক করেছে নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশ। বুধবার ২৭ ডিসেম্বর রাতে তাকে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ আটক করে। নারায়ণগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন ঘটনার নিশ্চিত করে জানান, ওয়ারেন্ট ভুক্ত আসামী কাউকে আমরা ছাড়ি না।

 

জানা যায়, গোগনগর এলাকার অবৈধ অস্ত্রধারী শীর্ষ সন্ত্রাসী রানা আহমেদ গ্যাং গ্রুপের সদস্য এই ওয়ারেন্ট ভুক্ত আসামী মহাসিন। রানার নানা অপকর্মের কাজের সাথে জরিত বলে জানান এলাকাবাসি। তাছাড়া রানার নামে মাদককারবারি সহ প্রায় ৮টি মামলা রয়েছে। আর মহাসিন এই রানার সম্পর্কে চাচাতো ভাই হয়। স্থানীয়রা জানান, রানার লোকজন গিয়ে তাকে ছাড়ানোর জন্য বিভিন্ন ভাবে চেষ্টা চালান। তবে নারায়ণগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন জানান, ওয়ারেন্ট ভুক্ত কোন আসামীকে ছাড়া হয় না।

 

সদর থানা তদন্ত ওসি দিপক কুমারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি অফিসের বাহিরে আছি ডিউটি অফিসারের সাথে যোগাযোগ করেন। এস.এ/জেসি

 

এই বিভাগের আরো খবর