বুধবার   ০১ মে ২০২৪   বৈশাখ ১৭ ১৪৩১   ২২ শাওয়াল ১৪৪৫

বিএনপি নেতাকর্মীদের আ.লীগে আনার আহবান শামীম ওসমানের

যুগের চিন্তা রিপোর্ট

যুগের চিন্তা

প্রকাশিত : ০৫:৩২ পিএম, ২৪ জুন ২০২২ শুক্রবার

 

#সেন্টু নিজে আওয়ামীলীগ করবে আর তার লোকেরা বিএনপি করবে, এটা হবে না


নারায়ণগঞ্জের ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি ছিলেন কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু। গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর প্রচারণায় অংশ নেওয়ায় ২০১৮ সালের ২৪ ডিসেম্বর দল থেকে তাকে বহিষ্কার করে বিএনপি। বিএনপির বহিষ্কৃত এই নেতাই পরবর্তীতে আওয়ামীলীগে যোগদান করে বলে জানান তিনি। সেই সাথে বিএনপি নেতা মনিরুল আলম সেন্টু গত বছরের নভেম্বর মাসের ১১ তারিখ ইউনিয়ন নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন।

 

তখন নিয়ে বিএনপি এবং ক্ষমতাসীন দলে ব্যাপক সমালোচনা হয়। সেন্টু বিএনপি থেকে এসে নৌকা নিয়ে চেয়ারম্যান হয়েছে বলে মন্তব্য করেন এমপি শামীম ওসমান। এদিকে গতকাল পাগলা এক সভায় নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, সেন্টু আগে বিএনপি করতো, এখন আওয়ামীলীগ করে। এটি তার মাথায় রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনা তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিয়েছেন। সেন্টু নিজে আওয়ামী লীগ করবে আর তার লোকেরা বিএনপি করবে, এটা হবে না। সেন্টুকে বলবো-সব নিয়ে আসুন আওয়ামী লীগে, একসাথে কাজ করি।

 

এই সাংসদের বক্তব্য নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা সমালোচনা চলছে। সেই সাথে সচেতন মহল প্রশ্ন তুলেন আওয়ামীলীগের দলকে ভারী করার জন্য বিএনপি থেকে আনতে হবে কেন। ক্ষমতাসীন দলের কি নেতা কর্মী নেই। নাকি ফতুল্লা বিএনপিকে দূর্বল করার জন্য এই সাংসদের কৌশল।  মাঠে নামার প্রসঙ্গ টেনে শামীম ওসমান বলেন, ‘হজ্ব শেষে দেশে ফিরে মাঠে নামবো। তরুণ ও যুবকদের সাথে নিয়ে কাজ করবো। ড্রেনেজ ব্যবস্থার জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ এসেছে। বর্ষা মৌসুম শেষে কাজ ধরা হলে জলাবদ্ধতা থেকে মুক্তি মিলবে।'  

 

ফতুল্লার চাদাঁবাজি ইস্যু টেনে তিনি বলেন, ‘মানুষ শান্তিতে ঘুমাতে চায়। কেউ মানুষের শান্তিতে ব্যাঘাত ঘটাবে, চাঁদাবাজি করবে, ইট-বালু, সিমেন্ট কিনতে জোর করবে, এটা আমি বরদাশত করবো না। এসব ক্ষেত্রে কোনো ছাড় হবে না। প্রধানমন্ত্রী দেশের জন্য এখন বড় সম্পদ তার জন্য আমাদের দোয়া করতে হবে। আল্লাহ যেন তাকে নেক হায়াত দান করেন।এমই/জেসি