রোববার   ১৯ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

ঝড়ে আড়াইহাজারের ১৬ গ্রাম বিদ্যুৎহীন

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৫ মে ২০২৪  


আকস্মিক ঝড়ে নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভেঙে গেছে বিদ্যুতের ২৯টি খুঁটি। আনুমানিক ২০টি জায়গায় তারের ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার মধ্যরাতে এমন ক্ষয়ক্ষতি হয়। গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত ১৬টি গ্রাম বিদ্যুৎহীন হয়ে পড়ে। রাতের মধ্যে সরবরাহ চালুর আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 


আড়াইহাজার উপজেলা পল্লী বিদ্যুতের দুটি জোনাল কার্যালয়ের আওতায়। সূত্রে জানা গেছে, ঝড়ে গোপালদী এলাকায় ৭টি ও আড়াইহাজার পৌরসভাসহ আশপাশ এলাকায় ২২টি খুঁটি ভেঙেছে। এর মধ্যে নরসিংদী-মদনগঞ্জ আঞ্চলিক মহাসড়কের প্রভাকরদী থেকে মারুয়াদী পর্যন্ত ৮টি বিদ্যুতের খুঁটি ভেঙে যায়। এতে সাময়িকভাবে যানবাহন চলাচল বিঘ্নিত হয়।

 


ওই আঞ্চলিক মহাসড়কের আশপাশের দিঘলদী, মারুয়াদী, ফাউসা, ইদবারদী, প্রভাকরদীসহ প্রায় ২০ গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এসব গ্রাম আড়াইহাজার জোনাল অফিসের আওতায়। ওই কার্যালয়ের প্রকৌশলী আসাদুজ্জামান বলেন, তাদের আওতাধীন এলাকায় বিদ্যুতের ২২ খুঁটি ঝড়ে ভেঙে যায়।

 

 

ফলে পুরো এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। গতকাল শুক্রবার দিনভর মেরামতকাজ চালিয়ে ফের সরবরাহ চালু করা হয়। বিকেল পর্যন্ত ১৬টি গ্রামে বিদ্যুৎ দেওয়া যায়নি। রাতের মধ্যে সচল করার আশা করছেন তিনি।

 


গোপালদী জোনাল অফিসের ডিজিএম সরোয়ার জাহান বলেন, তাঁর এলাকায় সাতটি খুঁটি ভেঙেছে। ১০টি জায়গায় তারের ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল থেকে কর্মীরা সংস্কার কাজ শুরু করেন।

 


উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান ফারুকীর ভাষ্য, ঝড়ে বেশ কিছু এলাকার গাছপালা ভেঙে পড়লেও ফসলের ক্ষতির তেমন তথ্য পাননি। তবু কৃষকের সঙ্গে কথা বলতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।

 


ইউএনও ইশতিয়াক আহমেদ এসব নিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে কথা বলেছেন। তবে তেমন ক্ষয়ক্ষতির তথ্য পাননি। তিনি বলেন, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা খোঁজ নিচ্ছেন। কেউ ক্ষতিগ্রস্ত হলে সহায়তা করা হবে।     এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর