সোমবার   ২০ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

হজ ভিসায় মক্কা-মদিনা-জেদ্দার বাইরে যাওয়া যাবেনা, কাজেও নিষেধাজ্ঞা

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৮ মে ২০২৪  


হজ ভিসার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ আরোপ করেছে সৌদি আরব। এই ভিসার আওতায় শুধুমাত্র হজের ধর্মীয় রীতি পালনের জন্য জেদ্দা, মদিনা এবং মক্কায় ভ্রমণ করা যাবে। এর বাইরে সৌদি আরবের অন্য কোথাও ভ্রমণের সুযোগ পাবেন না হাজিরা। সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের বরাতে এ খবর জানিয়েছে আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

 


প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪ সালে হজ ভিসায় শুধুমাত্র হজের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা যাবে। এর বাইরে ভ্রমণের সুযোগ থাকবে না।

 


সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় বলেছে, হজ ভিসায় জেদ্দা, মদিনা এবং মক্কা শহরের মধ্যে ভ্রমণ করা যাবে। এই তিন শহরের বাইরে এই ভিসা বৈধ হবে না।

 


হজ ভিসার মাধ্যমে দেশটিতে কাজ করা কিংবা বসবাসের বৈধতা থাকবে না। এছাড়া এই ভিসা শুধুমাত্র হজ মৌসুমের জন্যই বৈধ হবে। বিধিনিষেধ লঙ্ঘন করলে ওই ব্যক্তিকে নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং ভবিষ্যতে হজে অংশ নিতে সম্ভাব্য নিষেধাজ্ঞায় পড়তে পারেন বলেও জানানো হয়েছে।      এন. হুসেইন রনী  /জেসি

এই বিভাগের আরো খবর