বুধবার   ২২ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৮ ১৪৩১

হেরে যাওয়ার ভয়ে কী সরলেন পাপ্পা গাজী

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১ মে ২০২৪  

 

 

আগের মতো আর শক্ত অবস্থানে নেই নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক)। একে তো মন্ত্রীত্ব পাননি। এরউপর তার এপিএস এমদাদুল হক ওরফে দাদা এমদাদের দুর্নীতি খবর প্রকাশিত হওয়ায় তা এখন গোটা দেশেই আলোচনার কেন্দ্রবিন্দু। আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্দেশনা সত্ত্বেও গোলাম দস্তগীর গাজীর ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজী রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।

 

পাপ্পা গাজী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি পদেও আছেন। মন্ত্রীত্ব থাকাকালীন সময়ে গোলাম দস্তগীর গাজী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদটিও নিজের আয়ত্বে নিয়ে নেন। তাছাড়া গাজীর স্ত্রী হাছিনা গাজী তারাবো পৌরসভার মেয়র হিসেবে আছেন। পরিবারের সব সদস্য জনপ্রতিনিধি ও আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদ দখল করায় এনিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে।

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ডের চোখ রাঙানিতে অবশেষে রূপগঞ্জ উপজেলা নির্বাচন থেকে সরতে বাধ্য হলেন পাপ্পা গাজী এমনটাই খবর রটেছে। ক্ষমতাসীন দল আওয়ামী লীগের স্পষ্ট সিদ্ধান্ত ছিল, তাদের দলের কোন এমপি মন্ত্রীর সন্তান কিংবা আত্মীয় স্বজন উপজেলা নির্বাচনে কেউ প্রার্থী হতে পারবে না।  

 

তবে আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তকে সম্মান জানিয়ে উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বলে দাবি করেছেন সাবেক মন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) এর পুত্র গাজী গোলাম মূর্তজা পাপ্পা। গতকাল মঙ্গলবার (৩০ এপ্রিল) দুপুরে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নারায়ণগঞ্জের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়ন প্রত্যাহার করেন।


এসময় গোলাম মতূর্জা পাপ্পা বলেন, ‘দলের ইচ্ছা আমার কাছে আদেশ। ১৯ বছর দলের সক্রিয় রাজনীতি করি। জন্ম থেকে আওয়ামী লীগ করি। বাংলাদেশের কোথায় কি হচ্ছে সেটা আমার দেখার বিষয় না, রূপগঞ্জ আওয়ামী লীগের ঘাটি। আমি দলের প্রতি শ্রদ্ধাশীল, নেত্রীর প্রতি আস্থাশীল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইচ্ছাই আমার রাজনৈতিক আদর্শ।


তিনি বলেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ, দল ও দেশের সম্মানে একজন মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে দলের সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মনোনয়ন পত্র প্রত্যাহার করেছি। রূপগঞ্জ উপজেলা নির্বাচনে ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে পাপ্পা গাজী বলেন, এখানে যারাই প্রার্থী থাকে না কেন, ভোটাররা ভোট কেন্দ্রে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাই।


অপরদিকে রূপগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রার্থীর সাথে লড়াই হবে। তা ইতোমধ্যে স্পষ্ট হয়ে গেছে। নির্বাচন কমিশন সুত্রমতে, রূপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে রয়েছেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যকরী সদস্য আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব ও রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু হোসন ভুঁইয়া রানু  প্রতিদ্বন্দ্বিতা  করবেন। দলীয় ভাবে গুঞ্জন রয়েছে চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবি স্থানীয় এমপির সমর্থিত প্রার্থী। যদিও তা প্রকাশ্যে ঘোষনা হয় নাই। 

 

ভাইস চেয়ারম্যান পদে নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মিজানুর রহমান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে রূপগঞ্জ উপজেলা যুব মহিলালীগের সভাপতি ফেরদৌসী আক্তার রিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। কেননা তাদের বিপক্ষে কোন প্রার্থী নেই। এছাড়া অন্য সকল প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করায় ও ক্যাসিনোকান্ডের সেলিম প্রধানের চেয়ারম্যান পদের মনোনয়নপত্র বাতিল হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।


জানা গেছে, রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তাবিবুল কাদির তমাল, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি গাজী গোলাম মূর্তজা পাপ্পা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। মনোনয়নপত্র প্রত্যাহার করেন ভাইস চেয়ারম্যান প্রার্থী আইনজীবী স্বপন ভুঁইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হারেজ, স্থানীয় তাঁতীলীগ নেতা রাসেল আহমেদ।

 

এছাড়া মনোনয়নপত্র প্রত্যাহার করেন রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক তিন বারের নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জের দাউদপুর ইউনিয়ন মহিলালীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী জান্নাত রুমা ও স্থানীয় যুব মহিলালীগ নেত্রী তানিয়া সুলতানা।

 

এছাড়া দুদকের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে কারাভোগের কারনে রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আলোচিত অনলাইন ক্যাসিনোকান্ডের সেলিম প্রধানের চেয়ারম্যান পদের মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন। তবে  তাই রূপগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মাঝে লড়াই হচ্ছে। ভাইস চেয়ারম্যান পদে একক প্রার্থী থাকায় দুজনই বিনা প্রতিদ্বন্দিতায় জয়ী হচ্ছেন।

 

এই বিভাগের আরো খবর