Logo
Logo
×

আন্তর্জাতিক

মাথায় চোট পেয়ে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৫ মার্চ ২০২৪, ০৮:১৩ পিএম

মাথায় চোট পেয়ে হাসপাতালে মুখ্যমন্ত্রী মমতা

 

বাড়ির চত্ত্বরে হাঁটার সময় পড়ে গিয়ে মাথায় চোট পেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকায় এ খবর প্রকাশ করেছে।

 

ওই খবরে বলা হয়, মমতার কপালে সেলাই করা হবে। তৃণমূলের এক্স হ্যান্ডলেও (সাবেক টুইটার) মমতার কপাল ফেটে যাওয়ার ছবি প্রকাশ করা হয়েছে। আনন্দবাজার পত্রিকা বলছে, বৃহস্পতিবার (১৪ মার্চ) কালীঘাটের বাসভবন চত্ত্বরে হাঁটছিলেন মুখ্যমন্ত্রী মমতা। সেই সময়েই কোনও ভাবে পড়ে যান তিনি।

 

পারিবারিক সূত্রের বরাত দিয়ে ওই খবরে বলা হয়, তার কপাল ফেটে রক্ত বের হতে দেখা গেছে। তাৎক্ষণিকভাবে তাকে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন