Logo
Logo
×

রাজনীতি

যুবদল-ছাত্রদলের ১৫০ নেতাকর্মীর আগাম জামিন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ জুন ২০২৪, ১১:৫২ পিএম

যুবদল-ছাত্রদলের ১৫০ নেতাকর্মীর আগাম জামিন
Swapno

 

 

ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত মামলায় নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি, মহানগর যুবদলের সদস্য সচিব শাহেদ আহম্মেদ, মহানগর ছাত্রদলের সভাপতি রাকিবুর রহমান সাগরসহ যুবদল, ছাত্রদলের দেড়শ নেতাকর্মী উচ্চ্ আদালত থেকে আগাম জামিন পেয়েছে।  বুধবার বিচারপতি আবু তাহের মুহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি আতাবুল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ তাদের ৮ সপ্তাহের আগাম জামিন দেন। 

 

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন বিএনপি নেতাদের আইনজীবী অ্যাডভোকেট মাহবুবর রহমান খান। তিনি বলেন, যুবদলের সদস্য সচিব রনিসহ দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে সদর, ফতুল্লা ও সিদ্বিরগঞ্জ থানার মামলায় আট সপ্তাহের আগাম জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট।

 

জামিন পাওয়া মধ্যে আরো রয়েছেন- জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভূইয়া, সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু, , জেলা বিএনপি নেতা রুহুল আমিন শিকদারসহ প্রমুখ।

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন