শুক্রবার   ১৭ মে ২০২৪   জ্যৈষ্ঠ ৩ ১৪৩১

সরবেন না লড়বেন পাপ্পা গাজী!

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ৩০ এপ্রিল ২০২৪  

 

এক উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে নানামুখী সংকটে পড়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। প্রথমত, দলীয় নির্দেশনা মানছেন না মন্ত্রী ও এমপিরা। দ্বিতীয়ত, স্থানীয় পর্যায়ের নেতৃত্বে ভেঙে পড়েছে দলের চেইন অব কমান্ড। তৃতীয়ত, উপজেলা নির্বাচনকে সামনে রেখে দ্বিধা-বিভক্তির রাজনীতি শুরু হয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে বাড়ছে উত্তাপ, উৎকণ্ঠা আর সংঘাতের শঙ্কা। এরইমধ্যে রাজপথে আবারও কর্মসূচি ঘোষণা দিয়েছে দেশের প্রধান রাজনৈতিক বিরোধী বিএনপি ও সমমনা দলগুলো।

 

অন্যদিকে আওয়ামী লীগের সঙ্গে থাকা শরিক দলগুলোর দূরত্বও বেড়েছে বহুগুণ। রাজনৈতিক বিষয় নিয়ে তাদের সঙ্গে আপাতত আওয়ামী লীগের যোগাযোগ নেই বললেই চলে। এসব বিষয়কে এখন থেকেই গুরুত্ব দিতে চায় আওয়ামী লীগ। দলটির নেতাদের মতে, সামনে রাজনীতিতে হয়তো কঠিন পথ অপেক্ষা করছে। তাই নিজেরা ঐক্যবদ্ধ থাকার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। রাজনীতির মাঠ আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগ যেন না হয়- সেদিকে গভীরভাবে নজর দেয়া হবে।

 

এসব সার্বিক বিষয় দিয়ে গণভবন থেকে বিশেষ নির্দেশনা আসছে। দলটির নেতা-কর্মীরা এখন চেয়ে রয়েছেন সেদিকেই। আজ ৩০শে এপ্রিল সন্ধ্যা সাতটায় আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠক হবে। গণভবনে দলীয় সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হবে। এবারের বৈঠকে এক ডজনের বেশি এজেন্ডা রাখা হয়েছে। উপজেলা নির্বাচনে এমপি-মন্ত্রীদের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের প্রার্থী হতে নিষেধ করেছিলেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

 

দলের সভানেত্রীর এই নির্দেশনা অমান্য করে প্রথম ধাপে কমপক্ষে ১৪ জন এমপি-প্রতিমন্ত্রী ও সাবেক মন্ত্রীর পরিবারের সদস্য, আত্মীয়স্বজন প্রার্থী রয়েছেন। পরবর্তী ধাপের নির্বাচনগুলোয়ও মাঠে আছেন আরও অনেক এমপি-মন্ত্রীর স্বজন। নিজেদের বাঁচাতে এমপি ও তাদের স্বজনরা নানা অজুহাত সামনে আনছেন। এতে বিব্রত ও ক্ষুব্ধ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতারা। নির্দেশনা অমান্য করা এমপি-মন্ত্রী এবং তাদের স্বজনদের তালিকা তৈরি করছেন তারা।

 

উপজেলা নির্বাচনে দলীয় সভানেত্রীর নির্দেশনা অমান্য করে যেসব এমপি-মন্ত্রী পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রার্থী করেছেন তাদের ব্যাপারে কী সিদ্ধান্ত আসে তা জানতে দৃষ্টি সবার গণভবনে। দলটির সিনিয়র নেতারা মনে করেন, দলের সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। দলীয় প্রধানের আনুকূল্য নিয়েই তারা দলের এমপি-মন্ত্রী বা কেন্দ্রীয় নেতা হয়েছেন। তারা সভানেত্রীর নির্দেশনা মানবেন না- এটা হতে পারে না। সে কারণে আওয়ামী লীগের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের বৈঠকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে।

 

তারা জানান, দলের নির্দেশনা অমান্য করে যেসব এমপি-মন্ত্রীর স্বজন উপজেলা নির্বাচন করছেন, তাদের তালিকা তৈরি করা হয়েছে। এগুলো তারা ৩০শে এপ্রিল দলীয় সভানেত্রীর সামনে উপস্থাপন করবেন। দলীয় সভানেত্রী শেখ হাসিনা এ বিষয়ে যে নির্দেশনা দেবেন, সেই মোতাবেক তারা তাদের পরবর্তী সিদ্ধান্ত নেবেন। তবে আওয়ামী লীগের অনেকেই মনে করেন, নানা বাস্তবতায় আওয়ামী লীগ এখনই মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে না। কোনো মন্ত্রী-এমপিকে এ ধরনের সিদ্ধান্ত লঙ্ঘনের জন্য বহিষ্কার করা হবে না।

 

তারা বলছেন, বিষয়টি আওয়ামী লীগ সভাপতি মনে রাখবেন, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তারা জানান, ঢালাও বহিষ্কার বা একটি সিদ্ধান্ত লঙ্ঘন করলেই তাকে তাৎক্ষণিকভাবে দল থেকে বের করে দেয়ার নীতিতে আওয়ামী লীগ বিশ্বাস করে না। আওয়ামী লীগ এক্ষেত্রে সংযত ও গঠনতান্ত্রিক প্রক্রিয়াকে সমুন্নত রাখার নীতি অনুসরণ করে।

 

আবার অনেকে মনে করছেন, নির্দেশনা আমলে না নিয়ে উপজেলা নির্বাচনে স্বজন প্রার্থী হওয়ায় কপাল পুড়তে যাচ্ছে সংশ্লিষ্ট আওয়ামী লীগদলীয় এমপি ও মন্ত্রীর। সাংগঠনিক শাস্তির খড়গ নেমে আসছে তাদের ওপর। কেড়ে নেওয়া হতে পারে দলীয় পদ-পদবি। এমনকি আগামী সংসদ নির্বাচনে তারা দলের মনোনয়ন নাও পেতে পারেন। নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলা নির্বাচনে দলী সিদ্ধান্তের বাইরে গিয়ে নারায়ণগঞ্জে একমাত্র মানেননি রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজীর (বীর প্রতিক) ছেলে গোলাম মর্তুজা পাপ্পা গাজী।

 

তিনি দলীয় নিষেধাজ্ঞা উপেক্ষা করেই রূপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন। তাছাড়া তার বিপক্ষে রূপগঞ্জে তেমন কোন শক্তিশালী প্রার্থী নেই। জয়ের ব্যাপারেও অনেকটা নিশ্চিত রয়েছেন। পাপ্পা গাজী রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগে সহ-সভাপতি পদে আছেন। এছাড়া তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও একজন সম্মানিত পরিচালক। পাপ্পা গাজীর মা হাছিনা গাজী রূপগঞ্জের তারাবো পৌরসভার মেয়র হিসেবে দায়িত্বে আছেন।

 

একই পরিবারের সকল সদস্য রাজনৈতিকভাবে বিভিন্ন পদে ও দায়িত্বে থাকায় পাপ্পা গাজীর উপজেলা নির্বাচনে অংশগ্রহণকে বাঁকা চোখে দেখা হচ্ছে। কিন্তু তিনি সাবেক মন্ত্রী এবং তার এমপির ছেলে হওয়ায় দল উপজেলা নির্বাচনে প্রার্থী হতে দল থেকে নিষেধাজ্ঞা রয়েছে। দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা প্রার্থী হয়েছে তাদের বিষয়ে আজ কঠোর নিদের্শনা আসতে যাচ্ছে।

 

যেখানে আওয়ামী লীগ উপজেলা নির্বাচনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছিল যে, এমপি-মন্ত্রীদের আত্মীয় স্বজনরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু আওয়ামী লীগের সিদ্ধান্তকে ভ্রুকুটি দেখিয়ে আওয়ামী লীগের শতাধিক মন্ত্রী-এমপির আত্মীয় স্বজনরা উপজেলা নির্বাচনে অংশগ্রহণ করেছে। তাদের মধ্যে পাপ্পা গাজীও একজন।

 

নির্বাচন কমিশন সুত্রমতে, দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন ২১ মে নারায়ণগঞ্জের রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ উপজেলা নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ ৩০ এপ্রিল এই তিন উপজেলার প্রার্থী মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। তবে রূপগঞ্জের উপজেলায় এমপি পুত্র গোলাম মর্তুজা পাপ্পা গাজী প্রার্থীতা হয়ে মাঠে লড়াই করবেন নাকি তিনি প্রত্যাহার করে নিবেন তা আজ জানা যাবে।

 

আর এতে করে দলীয় সিদ্বান্তের প্রতি তিনি কতটুকু অটল তাও বুঝা যাবে। প্রথম দফা উপজেলা নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের পর দেখা গেছে, ১৫০ টি উপজেলার মধ্যে অন্তত ৩৭টিতে সরাসরি আওয়ামী লীগের এমপি-মন্ত্রীদের আত্মীয় স্বজনরা প্রার্থী হয়েছেন।

 

যদিও আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪৭(১১) ধারায় বলা আছে, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে কেউ দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হলে সরাসরি বহিষ্কার হবেন। এমনকি প্রার্থী না হলেও কেউ দলীয় প্রার্থীর বিরোধিতা করলে তদন্ত সাপেক্ষে বহিষ্কার হবেন। শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হতে পারে সেই সম্ভাবনা উপেক্ষা করে ক্ষমতাসীন দলের নেতাদের দলীয় নির্দেশনা না মানার বিষয়টি এবারই প্রথম নয়।

 

এর আগেও স্থানীয় সরকার নির্বাচনের আগে আওয়ামী লীগ একই ধরনের হুঁশিয়ারি দিলেও পরে নির্দেশনা উপেক্ষাকারী নেতাদের সাধারণ ক্ষমা ঘোষণা করতে হয়। এমনকি তৃণমূলকে দলের সিদ্ধান্ত মানতে বাধ্য করতে আওয়ামী লীগ তাদের সনদে বহিষ্কারের বিধানও সংশোধন করেছে। কিন্তু আশানুরূপ ফল মেলেনি। আসন্ন উপজেলা নির্বাচন ঘিরে সৃষ্ট পরিস্থিতি নিয়ে ভাবিয়ে তুলেছে কেন্দ্রীয় নেতাদের। সাংগঠনিক নির্দেশনা উপেক্ষার কারণ সন্ধান করছেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর