শুক্রবার   ১০ মে ২০২৪   বৈশাখ ২৭ ১৪৩১

প্রতীক বরাদ্দের পর বাবা-মা-সামসুজ্জোহার কবর জিয়ারত করলেন আইভী

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২১  

গতকাল প্রতীক বরাদ্দের পর বাবা আলী আহাম্মদ চুনকা-মা মমতাজ বেগম- ভাষাসৈনিক সামসুজ্জোহার কবর জিয়ারত করেন।

গতকাল প্রতীক বরাদ্দের পর বাবা আলী আহাম্মদ চুনকা-মা মমতাজ বেগম- ভাষাসৈনিক সামসুজ্জোহার কবর জিয়ারত করেন।

বাবা-মার কবর জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দুপুরে প্রতীক বরাদ্দের পর মাসদাইর কেন্দ্রীয় কবরস্থানে বাবা আলী আহাম্মদ চুনকা ও মা মমতাজ বেগমের কবর জিয়ারত করেন তিনি। এসময় কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। পরে বাবা-মার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। এরপর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক একেএম শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত একেএম শামসুজ্জোহা নারায়ণগঞ্জ-৪ ও ৫ আসনের সাংসদ একেএম শামীম ওসমান ও সেলিম ওসমানের পিতা।  এসময় তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করেন আইভী। পরে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে ফাতেহা পাঠ করেন। এসময় তার সঙ্গে ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য অ্যাড. আনিসুর রহমান দিপু, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল কাদির, আদিনাথ বসু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর যুব লীগের সাধারণ সম্পাদক আহম্মদ আলী রেজা উজ্জল, আলী রেজা রিপনপ্রমুখ।

এই বিভাগের আরো খবর