রোববার   ০৫ মে ২০২৪   বৈশাখ ২২ ১৪৩১

ইউপি নির্বাচনে মনোনয়ন ক্রয় করেছেন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৭ অক্টোবর ২০২১  

আসন্ন নারায়ণগঞ্জ সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র ক্রয় করেছেন বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা। 


বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন পত্র ক্রয় করতে উপজেলা নির্বাচন অফিসে রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভীড় করছেন প্রার্থীরা।

 

সদর উপজেলার ৬টি ইউনিয়ন আলীরটেক, বক্তাবলী, কাশিপুর, এনায়েতনগর, গোগনগর ও কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীরা এ মনোনয়নপত্র ক্রয় করেন।


চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ক্রয় করেছেন, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এম শওকত আলী, কুতুবপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী মনিরুল ইসলাম সেন্টুর পক্ষে হাজী জসিম উদ্দিন, হাফেজ মো. জাকির হোসেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ওমর ফারুক।  


মেম্বার প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র ক্রয় করেছেন, কাশিপুর ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মো. জাকির হোসেন ডালিম শিকদার, সদর উপজেলার আলীরটেক ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসাবে নির্বাচনে অংশগ্রহন করবেন এলাকার শিক্ষিত ও মেধাবী তরুন মো. আল আমিন, ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মেজবাহ উদ্দিন দুলাল, বক্তাবলী ইউনিয়ন পরিষদ ৪নং ওয়ার্ড মেম্বার প্রার্থী ইফতেখারুজ্জামান শাহীন, ৫নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মীর আজিজুর রহমান, ৮নং ওয়ার্ড মেম্বার প্রার্থী সেকান্দর আলী, কুতুবপুর ২নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. জাহাঙ্গীর, ৬নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মো. আলমগীর হোসেন, গোগনগর ইউনিয়ন পরিষদ ৮নং ওয়ার্ড মেম্বার প্রার্থী মিলন হোসেন, ৯নং ওয়ার্ড মেম্বার প্রার্থী রমিজউদ্দিন আহমেদ, আলীরটেক ইউনিয়ন পরিষদ ৭নং ওয়ার্ড মেম্বার প্রার্থী আব্দুল ওহাব সরকার, কাশিপুর ইউনিয়ন ১,২,৩ নং ওয়ার্ড মহিলা মেম্বার প্রার্থী শেখ শিল্পী বেগম, আলীরটেক ৪,৫,৬নং ওয়ার্ড মহিলা মেম্বার প্রার্থী কোহিনুর বেগম। 


প্রসঙ্গত, আগামী ১৭ অক্টোবর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ অক্টোবর এবং আগামী ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে নির্বাচন।

এই বিভাগের আরো খবর