বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪   বৈশাখ ২৫ ১৪৩১

ছয় দফা দাবিতে মোল্লা সল্ট শ্রমিকদের বিক্ষোভ অব্যাহত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪ মে ২০২২  

সদর উপজেলার ফতুল্লা থানাধীন দাপা এলাকার মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ এর শ্রমিকরা মজুরি বৃদ্ধি সহ ৬ দফা দাবিতে বিক্ষোভ মিছিল কর্মসূচী অব্যাহত রেখেছেন।  সোমবার ২৩ মে সকাল ১০ টায় মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ এর সামনে ঢাকা-নারায়ণগঞ্জ সড়কে তৃতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল অব্যাহত রাখেন এই লবন কারখানার শ্রমিকরা।

 

বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ বলেছেন, মোল্লা সল্ট ইন্ডাস্ট্রিজ শ্রমিকদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এ বিক্ষোভ কর্মসূচী অব্যাহত রাখবেন। দ্রুত শ্রমিকদের ৬ দফা দাবি দ্রুত মেনে নেয়ার আহবান করেন তারা।  শ্রমিকদের ৬ দাবী গুলো ছিলো- ০১। আমদানী-রপ্তানী, ফেনার ওয়াস ও প্যাকেটিং কাজের দর বৃদ্ধি করতে হবে (সংযুক্ত তালিকা মোতাবেক)।

 

০২। নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিস বই ও হাজিরা কার্ড দিতে হবে। ০৩। দুই ঈদে দুটি বোনাস প্রদান করতে হবে। ০৪। প্যাকেটিং কাজে ময়লা বাছা ও পবিষ্কার বাবদ হাজিরা দিতে হবে। ০৫। ফেনার ওয়াস শ্রমিকদের মেছ বা বাসা দিতে হবে। ও ৬। সকাল ৮ ঘটিকা হতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত কর্ম ঘন্টা করতে হবে।

 

এ বিক্ষোভ কর্মসুচীতে অংশগ্রহণ করেছেন জেলা লবন শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক শাহাদাত হোসেন সেন্টু, ফতুল্লা থানা  শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাওলাদার, শ্রমিক নেতা মোজাম্মেল হক, ফতুল্লা ইউনিয়ন ২ ওয়ার্ডে মেম্বার জাকির প্রধান, মোল্লা সল্টের শ্রমিক নেতা মনজিল, কাসেম সরদার, কাজী মিন্টুসহ বিভিন্ন বেসিক ইউনিয়নে নেতৃবৃন্দ।
 

এই বিভাগের আরো খবর