বৃহস্পতিবার   ০৯ মে ২০২৪   বৈশাখ ২৫ ১৪৩১

বন্দরে শীতলক্ষা নদী খনন ও প্রশস্ত করনে দোয়া

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১  

বন্দরে শীতলক্ষা নদীর নাব্যতা ফিরিয়ে আনতে ভরাট অংশ খনন ও নদী প্রশস্থ করন উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ অক্টোবর) বেলা ১২টায় বন্দর থানার ১৯ নং ওয়ার্ডস্থ মদনগঞ্জ লঞ্চঘাটে এ দোয়া অনুষ্ঠিত হয়।

 

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এম.এ রশীদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্ল্যাহ সানু, নারায়ণগঞ্জ নদী বন্দরের সহকারি যুগ্ম পরিচালক মাসুদ কালাম, বন্দর থানার অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোহাম্মদ সাগর, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুদ্দিন আহাম্মেদ দুলাল প্রধান, সমাজ সেবক ও ব্যবসায়ী চাঁন মিয়াসহ স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

 

মিলাদ ও দোয়া অনুষ্ঠানে এম.এ রশীদ বলেন, শীতলক্ষা নদী ভরাট হয়ে যাওয়ার কারনে বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-পরিবহন কর্তৃপক্ষ নদী খনন কাজের উদ্যোগ গ্রহন করে। নদীটি খনন কাজ সম্পর্ন হয়ে গেলে নৌ চালাচলের ব্যবস্থা আরো সুগম হবে বলে আমি বিশ্বাস করি।     
 

এই বিভাগের আরো খবর