শনিবার   ০৪ মে ২০২৪   বৈশাখ ২১ ১৪৩১

ধর্মগঞ্জ কুমারী ভাঙ্গা গুদারা ঘাটের ইজারা পেলেন ইব্রাহীম বুলু

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪  

 

জেলা পরিষদের আওতাধীন নারায়ণগঞ্জ সদর উপজেলার কুমারীভাঙা গুদারাঘাট ও রুপগঞ্জ উপজেলার রুপগঞ্জ খেয়া ঘাটের ইজারা সম্পূর্ণ হযেছে। রবিবার (২১ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জ জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তার কক্ষে স্থানীয় সরকার নারায়ণগঞ্জের উপ-পরিচালক মৌরীন করিম (উপ সচিব পদমর্যাদা) এর তত্ত্বাবধানে এ ইজারা সম্পন্ন করা হয়। 

 

নারায়ণগঞ্জ সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের আওতাধীন কুমারী ভাঙ্গা গুদারা ঘাট (ধর্মগঞ্জ গুদারাঘাট নামে পরিচিত) এর জমা পড়া ৩ টি সিডিউলের মধ্যে  সর্বোচ্চ দর ১৮ লাখ ৭০ হাজার টাকা দিয়ে ইজারা পেলেন মোঃ ইব্রাহীম বুলু। বাকিরা হলেন শাহিন আলম, দিয়েছেন ১৭ লাখ ও ফারুক আহমেদ সুজন দিয়েছেন ৯ লাখ। 

 

রুপগঞ্জ উপজেলার রুপগঞ্জ খেয়া ঘাটের সর্বোচ্চ দর দিয়ে ইজারা পান নিতাই চন্দ্র ৩ লাখ ৭০ হাজার বাকিরা হলেন হরেজ চন্দ্র ৩ লাখ ৬৭ হাজার, কমল চন্দ্র ৩ লাখ ৬৮ হাজার টাকা। 

 

ইজারা প্রদান প্রক্রিয়ার দায়িত্ব কর্মকর্তা মৌরীন করিম বলেন, আপনারা যারা ঘাট পরিচালনা করবেন তারা সাধারণ মানুষের যাতে কোন ধরনের সমস্যা না হয় সেটা খেয়াল রাখবেন।

 

এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাবৃন্দ ও ইজারার সিডিউল জমাদানকারীসহ অন্যান্যরা। এস.এ/জেসি

এই বিভাগের আরো খবর