শনিবার   ০৪ মে ২০২৪   বৈশাখ ২১ ১৪৩১

আইসিটি আইনের মামলায় কারাগারে সাংবাদিক লিংকন

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২০ নভেম্বর ২০২১  

 তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের মামলায় আনন্দ টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সৈয়দ সিফাত আল লিংকনকে গ্রেফতার করেছে ফতুল্লা থানা পুলিশ।

 

 শুক্রবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে তাকে শহরের আল্লামা ইকবাল রোডের বাসা থেকে গ্রেফতার করে পুলিশ। পরে শনিবার সকালে আদালতে পাঠালে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক। 

 

নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর  মো. আসাদুজ্জামান জানান, আদালত সাংবাদিক লিংকনকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। তার পক্ষ থেকে কেউ জামিনের আবেদন করেননি। ২০১৭ সালের এপ্রিলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় করা মামলায় সাংবাদিক লিংকনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ২০১৭ সালের এপ্রিলে নারায়ণগঞ্জ জেলা যুব লীগের সহ-সভাপতি আলী রেজা রিপন আইসিটি আইনে এই মামলাটি দায়ের করেন। 

 

এই বিভাগের আরো খবর