শনিবার   ০৪ মে ২০২৪   বৈশাখ ২১ ১৪৩১

আইভীকে হুমকি দেয়ায় ক্ষুব্ধ আ.লীগ

সাইমুন ইসলাম

প্রকাশিত: ২১ এপ্রিল ২০২৪  

 

হেফাজতে ইসলাম নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমানকে সিটি কর্পোরেশন কর্তৃক চুরির মামলা দেওয়ার প্রতিবাদে ১৯ এপ্রিল(শুক্রবার) বিকেলে ডিআইটি মসজিদে ওলামা পরিষদ কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির আমির, নারায়ণগঞ্জ জেলা হেফাজতে ইসলামের সভাপতি ও ডিআইটি মসজিদের খতিব মাওলানা আব্দুল আউয়াল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর মেয়র আইভীকে উদ্দেশ্য করে বলেন, যদি আমাদের সাথে খেলতে চান তাহলে নারায়ণগঞ্জ শহরে হেফাজতের মহা সমাবেশের ডাক দেওয়া হবে। হেফাজতের সাথে বেয়াদবি করবে, তাদের অবহেলা করবে, তাদের তুমি নারায়ণগঞ্জ থেকে উচ্ছেদ করবে, এটা তুমি পারবে না। তাহলে তুমি আইভী উচ্ছেদ হয়ে যাবে।

 

তিনি আরোও বলেন, তুমি কেনো আমাদের বিরুদ্ধে চুরির মামলা দিয়েছো, আমরাও তোমার বিরুদ্ধে মামলা করবো। মসজিদের জায়গা উচ্ছেদ করার তুমি কে? তুমি এখানে আসো উচ্ছেদ করতে, দেখবা লাশ পড়ে যাবে এখানে। তুমি ঘুঘু দেখেছো ফাদ দেখো নাই। মেয়র আইভীর প্রতি মাওলানা আব্দুল আউয়ালের এমন তীর্যক মন্তব্য ও হত্যার এমন হুমকির কারণে শহর জুড়ে সৃষ্টি হয়েছে নানা আলোচনা সমালোচনা। এ নিয়ে আওয়ামী লীগ নেতারা দেখিয়েছেন ক্ষুদ্ধ প্রতিক্রিয়া।

 

এ ব্যাপারে আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এড.আনিসুর রহমান দিপু বলেন, ‘পাকিস্তান আমল থেকে এ পর্যন্ত একটি মৌলবাদী গোষ্ঠী সকল ধরনের সংস্কৃতি বন্ধের প্রচেষ্টা চালাচ্ছে। ধর্মের দোহাই দিয়ে ইতিহাস ধ্বংস করতে চাচ্ছে। নারায়ণগঞ্জে কোনো পার্ক নেই। চিত্তবিনোদনের জন্য মেয়র আইভী একটি পার্ক করেছে। তারা এটা নিয়ে পর্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। তারা এখানে জঙ্গিবাদ সৃষ্টি করার চেষ্টা করছে। প্রশাসনের উচিত অনতিবিলম্বে তাদের আইনের আওতায় আনা। মৌলবাদী গোষ্ঠীটি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির বিরুদ্ধে কথা বলছে। এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

 

এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আরজু রহমান ভূঁইয়া বলেন, ‘যেহেতু মেয়র দেশের বাইরে, তার অনুপস্থিতিতে এমন মন্তব্য করা ঠিক হয়নি। একটা মামলা হয়েছে, সেটা আইনিভাবে মোকাবিলা করা উচিত কিন্তু তা না করে এমন মৌলবাদী আচরণ সঠিক হয়নি।’

 

এ ব্যাপারে মহানগর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জিএম আরাফাত বলেন, মেয়র লক্ষ লক্ষ মানুষের ভোটে নির্বাচিত হয়েছে। তাকে কিছু করতে চাইলে সেই লক্ষ লক্ষ জনতাই তাকে রক্ষা করবে। যদি কেউ মেয়র আইভীকে হত্যার কোনো ধরনের হুমকি দিয়ে থাকে তবে এর তীব্র নিন্দা জানাই।

 

এ ব্যাপারে জেলা আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, মেয়র আইভী দেওভোগের সন্তান। আর যারা এসব মন্তব্য করেছে তারা বাইরের সন্তান। এ ঘটনার তীব্র নিন্দা জানাই। 

 

জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি মিজানুর রহমান বাচ্চুও এ ঘটনার নিন্দা জানিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

 

তবে এ বিষয়ে কিছু জানেন না বলে এড়িয়ে গিয়েছেন মহানগর আ’লীগের সভাপতি আনোয়ার হোসেন, মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, জেলা আ.লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসানাত শহিদ বাদল ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল। এস.এ/জেসি
 

এই বিভাগের আরো খবর