শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

কবরস্থান থেকে ৬টি বোমা উদ্ধার

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ৩০ জুলাই ২০২১  

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি কবরস্থান থেকে ৬টি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। এগুলো পলিথিন মোড়ানো ছিল। শুক্রবার (৩০ জুলাই) সকাল ১০টার দিকে স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বড় বিনাইরচর উজান গোপিন্দী কবরস্থানের একটি পুরাতন কবর থেকে এগুলো উদ্ধার করা হয়।

 

খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখেন। পরে বিকাল ৫টার দিকে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)-এর বোমা নিস্ক্রীয় ইউনিটের সদস্যরা একে একে বিকট শব্দে বোমাগুলো নিস্ক্রীয় করেন। 

 

কবরস্থানের খাদেম চান বাদশা জানান, তিনি কবর পরিষ্কার করতে গিয়ে একটি কবরের ভিতরে পলিথিন মোড়ানো অবস্থায় ৬টি বোমা স্বাদৃশ্য বস্তু দেখতে পান। পরে আড়াইহাজার থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে বোমা স্বাদৃশ্য বস্তুগুলো উদ্ধার করেন। 

 

পরে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)-এর বোমা নিস্ক্রীয় ইউনিটের এএসপি মাহমুদুল হাসানের নেতৃত্বে একটি দল বোমাগুলো ঘটনাস্থলেই নিস্ক্রীয় করেন। এ সময় পুরো এলাকা কম্পিত হয়। 

 

ওসি তদন্ত আনিচুর রহমান মোল্লা বলেন, ৬টি তাজা বোমা কবরস্থান থেকে উদ্ধার করা হয়। পরে ঢাকা থেকে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)-এর বোমা নিস্ক্রীয় ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে এসে তা নিস্ক্রীয় করেন। 


 

এই বিভাগের আরো খবর