শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

ফতুল্লায় ৪০ মণ  জাটকাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ৯ এপ্রিল ২০২১  

নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা লঞ্চ ঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা উদ্ধার করেছে কোস্টগার্ড পাগলা স্টেশনের সদস্যরা। অভিযানে এই কাজে ব্যবহৃত একটি স্পিডবোটসহ তিনজনকে আটক করা হয়। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান। এর আগে বুধবার রাত দেড়টার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলো শরীয়তপুর জেলার জাজিরা থানার সাকোর হাওলাদার কান্দি গ্রামের খলিল হাওলাদারের ছেলে উজ্জ্বল মিয়া (৩৩), শরীয়তপুর জেলার সখিপুর থানা নরসিংদীপুর গ্রামের নুরমিয়া শিকদারের ছেলে আজমান শিকদার (৩৫) এবং শরীয়তপুর জেলার সখিপুর থানার নরসিংদীপুর গ্রামের নুরমিয়া শিকদারের ছেলে শাহিন শিকদার (৩০)। লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি। এ সময় একটি স্পিডবোটকে সন্দেহ মনে হলে আমরা সেখানে তল্লাশি চালাই। এ সময় প্রায় ১৬০০ কেজি (৪০ মণ) জাটকাসহ ৩ জনকে আটক করি। তিনি বলেন, তবে তিনজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পাঁচ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেয়া হয়েছে। আটক স্পিড বোর্ড নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত কোস্টগার্ডের হেফাজতে রাখার জন্য বলা হয়েছে। উদ্ধার করা জাটকাগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে।
 

এই বিভাগের আরো খবর