শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

রূপগঞ্জে লকডাউন অমান্য  করায় মামলা, জরিমানা

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ৭ এপ্রিল ২০২১  


রূপগঞ্জে লকডাউন আইন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান চালু রাখাসহ অযথা আড্ডা এবং মাস্ক ব্যবহার না করায় ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মাস্ক ব্যবহার না করায় অর্ধশত ব্যক্তিকে ৬ হাজার ২'শ টাকা জরিমানা করা হয়। লকডাউনের প্রথমদিন সোমবার রাতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ নুসরাত জাহান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আফিফা খানের নেতৃত্বে উপজেলার গোলাকান্দাইল, ভুলতা ও মুড়াপাড়া বাজারে এ অভিযান চালানো হয়।

 

শাহ নুসরাত জাহান জানান, মহামারী করোনা প্রতিরোধে সরকার গৃহিত লকডাউনের বিধিনিষেধ কার্যকর করতে কঠোর অবস্থানে রয়েছে স্থানীয় প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে এসব জায়গায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় মাস্ক ব্যবহার না করায় জরিমানাসহ লকডাউনের বিধিনিষেধ অমান্য করে প্রতিষ্ঠান চালু রাখা এবং অযথা ঘুরাঘুরি করার কারনে ১৪ ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৪ টি মামলা দায়ের করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
  

এই বিভাগের আরো খবর