শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

শিল্প কারখানা সপ্তাহে একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১১ আগস্ট ২০২২  


# বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সেপ্টেম্বর থেকে শিল্প কারখানা সপ্তাহে একদিন বন্ধ

# জোন ভিত্তিক সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি বা বন্ধ রাখা হবে


দেশের চলমান বিদ্যুৎ সাশ্রয়ে নানা পদক্ষেপ নিয়েছে সরকার। এরই ধারবাহিকতায় আসছে সেপ্টেম্বর থেকে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য দেশের শিল্প কারখানা সপ্তাহে একদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এবিষয়ে  জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, ‘সপ্তাহে একেক দিন একেক এলাকায় শিল্প কারখানা বন্ধ রাখলে দেশে প্রতিদিন ৪৯০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা সম্ভব হবে।

 

বিষয়টি নিয়ে রোববার (৭ আগস্ট) সচিবালয়ের কার্যালয়ে জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সঙ্গে বৈঠক করেন এফবিসিসিআই, বিজিএমইএ ও বিকেএমই’র নেতারা। আসছে সেপ্টেম্বর মাস থেকে বিদ্যুৎ সাশ্রয়ের পরিকল্পনার অংশ হিসাবে সপ্তাহের একেক দিন একেক এলাকার শিল্প কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। শিল্প উদ্যোক্তারা সরকারের এই সিদ্ধান্তের সঙ্গে একমত হয়েছেন। 

 

বিকেএমইএর সহ-সভাপতি ফজলে শামীম এহসান সংবাদ মাধ্যমকে বলেন, ‘আগে জোনভিত্তিক সপ্তাহে ১ দিন কারখানা বন্ধ রাখা হতো। কিন্তু বেশ কয়েক বছর ধরে আমরা এটা মানছিলাম না। সরকার যেহেতু বিদ্যুৎ সাশ্রয়ের চেষ্টা করছে, এখন থেকে আমরা এটা মেনে চলব।’ 

 

বাংলাদেশের নিট পোশাকশিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম নারায়ণগঞ্জে গণমাধ্যমকে জানান, ‘সিদ্ধান্ত হয়েছে শিল্পকারখানা সপ্তাহে একদিন বন্ধ থাকবে। একদিন বন্ধ থাকার বিধান কিন্তু শ্রম আইনেও আছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, সপ্তাহে আমরা একদিন বন্ধ রাখবো। এতে আমাদের কোনো সমস্যা নেই।’ তিনি আরো বলেন, ‘আগে সবাই শুক্রবার বন্ধ রাখতাম। এখন কিন্তু সেটা হবে না; এখন হয়তো কোনো এলাকায় শুক্রবার, কোনো এলাকায় মঙ্গলবার বা কোনো এলাকায় রোববার, এভাবে বন্ধ রাখা হবে।’ 

 

বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান জানিয়েছেন, লোডশেডিং পরিস্থিতি কিছুটা স্বাভাবিক করতে শিল্প কারখানাগুলোতে সাপ্তাহিক ছুটির দিন সমন্বয় করা হবে। কোনো শিল্পকারখানা একই দিনে বন্ধ থাকবে না। সপ্তাহের ভিন্ন ভিন্ন দিনে সাপ্তাহিক ছুটি বা বন্ধ রাখা হবে। শিল্প কারখানায় সাপ্তাহিক ছুটির দিন সমন্বয় হলে বিদ্যুৎ সরবরাহের ওপর চাপ কিছুটা কমে আসবে। সোমবার (৮ আগস্ট) সকালে বিদ্যুৎ সচিব এসব কথা জানান। 

 

কবে থেকে শিল্প কারখানায় সাপ্তাহিক ছুটির নতুন শিডিউল শুরু হবে, এ বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ সচিব জানান, ‘আমরা চিঠি দেওয়া শুরু করবো। ঢাকা ও ঢাকার বাইরে সারাদেশে এটি কার্যকর হবে। তবে কোন এলাকায় কখন বন্ধ বা চালু রাখা হবে তা মালিকদের সঙ্গে আলোচনা করে সমন্বয় করা হবে। রোস্টার করে বিষয়টি পরে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’ এন.এইচ/জেসি

এই বিভাগের আরো খবর