শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

শ্রমিকের বেতন না দিয়ে মালিকের পলায়ন, মানবিক সহায়তা নিয়ে ডিসি

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১২ মে ২০২১  

দিন পেরোলেই ঈদ। আর ঠিক এমন সময়টাতে যাদের দিয়ে চলে কারখানা সেই শ্রমিকদের বেতন না দিয়েই পালিয়ে গেলেন কারখানার মালিক। আর এই পরিস্থিতিতে অসহায়দের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালেন জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। ঘটনাটি ঘটেছে ফতুল্লার কটন পাওয়ার এক্সেল নীট গার্মেন্টস নামের একটি কারখানায়।

 

বুধবার (১২ মে) সকালে কারখানার উনত্রিশ জন শ্রমিকের প্রত্যেককে দুই হাজার টাকা ও একটি উন্নত মানের খাদ্য সামগ্রীর প্যাকেট বিতরণ করেন জেলা প্রশাসক। মোট ১৭ কেজি ওজনের প্রতিটি প্যাকেটে ছিল চাল, ডাল, আলু, তেল, পেয়াজ ও লবণ।

 

মোস্তাইন বিল্লাহ বলেন, বেতন না পাওয়া এই অসহায় গার্মেন্টস শ্রমিকরা যেন পরিবার নিয়ে ঈদটুকু করতে পারে সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা পাশে দাঁড়িয়েছি।

 

এ সময় অর্থ ও খাদ্য সামগ্রী পাওয়া গার্মেন্টস কর্মী মামুন জানান, এই অবস্থায় আমরা খুবই বিপদে আছি। তারমধ্যে এই সাহায্যটুকু খুবই কাজে লাগবে, আমাদের বড়ই উপকার হলো। পরিবার নিয়ে অন্তত ঈদটা করতে পারব।
 

এই বিভাগের আরো খবর