শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

সেই পশ্চিম তল্লাতে ট্রান্সফর্মারের  গা ঘেঁষে মার্কেট নির্মাণ

 যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ১১ এপ্রিল ২০২১  

ফতুল্লার পশ্চিম তল্লা এলাকায় বৈদ্যুুতিক ট্রান্সফর্মারের একেবারে পাশ ঘেঁষেই নির্মিত হচ্ছে একটি দোতলা মার্কেট। ভবনের নেই কোন সিঁড়ি, এর সামনের অংশ দিয়ে ট্রান্সফরমারের পাশ দিয়েই  তৈরী করা হবে লোহার সিঁড়ি। অথচ এই পশ্চিম তল্লাতেই গত বছরের ৪ সেপ্টেম্বরে একটি মসজিদে গ্যাসের লিকেজ ও ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন থেকে আগুন লেগে চৌত্রিশজনের মৃত্যু হয়। শনিবার ফতুল্লার পশ্চিম তল্লায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সদর উপজেলার তল্লা বড় মসজিদ থেকে অল্প দূরে তিন রাস্তার মোড়ে রাস্তার কিনারায় দুইটি খুটির উপর বসানো একটি হাই ভোল্টেজের ট্রান্সফরমার। তার পাশ ঘেঁষেই একটি দ্বিতল ভবন তৈরী করছেন মোক্তার হোসেন নামের এক ব্যক্তি। ভবনের নিচে দুইটি ও উপরে দুইটি মোট চারটি দোকান তৈরী করা হবে। নির্মাণকাজে থাকা রাজমিস্ত্রী সালাম জানান, তারা মার্কেটের সামনের অংশে মাচা বেঁধে দোতলায় যাওয়ার ব্যবস্থা করেছেন। এদিক দিয়েই লোহার সিঁড়ি তৈরী করা হবে। সামনে দিয়ে লোহার সিঁড়ি হলে বিদ্যুৎ লাইনের খুব কাছ দিয়েই জনগণের ওঠা নামা করতে হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এখানকার এক স্থায়ী বাসিন্দা ক্ষুদ্র ব্যবসায়ী জানান, এ ট্রান্সফর্মার ও এর অল্প দূরে আরো একটি ট্রান্সফর্মার বসানো হয়েছে প্রায় পনের বছর আগে। ট্রান্সফর্মারের কারনে কেউ খুটির পাশের জায়গা কিনতে চাচ্ছিলো না। ছয় বছর আগে মোক্তার হোসেন নামের এই লোক এই জায়গাটি কিনে নেয়। বিদ্যুতের খুটির সামনে দিয়ে দেয়াল দিয়ে খুঁটির জায়গাসহ আরো কিছু জায়গা নিজের দাবী করে ট্রান্সফর্মার সরানোর জন্য পরিচিতি এক বিদ্যুৎ কর্মকর্তার সাথে যোগাযোগ করে। কিন্তু পাশে আর কোনো জায়গা না থাকায় বিদ্যুৎ অফিস এটি সরিয়ে নেয়নি। এর মধ্যে প্রায় দেড় মাস ধরে সে ট্রান্সফর্মার ঘেষেই এ মার্কেট নির্মাণ করছে। এ মার্কেটে যারাই দোকান নিক ট্রান্সফর্মার ও হাই ভোল্টেজের বৈদ্যুতিক লাইনের জন্য এখানে মারাত্মক দূর্ঘটনা ঘটার আশংকা থেকে যায়। এ বিষয়ে যোগাযোগ করলে ডিপিডিসি’র নারায়ণগঞ্জ (পূর্ব) জোনের নির্বাহী প্রকৌশলী গোলাম মোর্শেদ জানান, ট্রান্সফর্মারের সাথে যেভাবে মোক্তার হোসেন মার্কেট নির্মাণ করছেন তা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। যেকোনো সময় এখানে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তাকে এ ভবনের নির্মাণ কাজ বন্ধ করতে এবং নিরাপদ দূরত্ব বজায় রেখে ভবন নির্মাণ করতে আমরা একাধিক চিঠি দিয়েছি। কিন্তু তিনি শুনছেন না। অভিযোগের বিষয়ে মোক্তার হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জায়গা আমার, আমার জায়গায় আমি মার্কেট নির্মাণ করছি। এখানে ডিপিডিসি অবৈধভাবে ট্রান্সফর্মার বসিয়েছে। তার জায়গা কেনার বেশ কয়েক বছর আগে ট্রান্সফর্মার বসানো হয়েছে জানানো হলে তিনি জানান, যখন জায়গা খালি ছিলো তখন বসিয়েছে। এখন জায়গা আমি খালি রাখবো না। আমার বাড়ির পেছনে আমার সীমানা দেয়ালের উপরে আরো একটি ট্রান্সফর্মার রয়েছে। এ দুইটি ট্রান্সফর্মার সরানোর জন্য ডিপিডিসিকে দু’একদিনের মধ্যে চিঠি দেবো। এ সময় তিনি ডিপিডিসি’র কোন চিঠি পাননি বলেও দাবী করেন। ভবনের সিড়ির ব্যাপারে তিনি বলেন, এখন ভবনে কোনো সিড়ি থাকবে না। পরে ভবনের উত্তর দিক দিয়ে আমি সিড়ি নির্মাণ করবো। উল্লেখ্য, নির্মাণাধীন এই ভবনের কয়েক শত গজের মধ্যেই অবস্থিত পশ্চিম তল্লার বায়তুস সালাত জামে মসজিদ। যেখানে ২০২০ সালের ৪ সেপ্টেম্বর গ্যাসের লিকেজ ও ত্রুটিপূর্ণ বৈদ্যুতিক লাইন থেকে আগুন লেগে চৌত্রিশজনের মৃত্যু হয়।

এই বিভাগের আরো খবর