শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

করোনার দ্বিতীয় ধাপে ৪৮ দিনে সর্বোচ্চ মৃত্যু ৬৭

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১৯ জুন ২০২১  

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় সারাদেশে আরও ৬৭ জনের মৃত্যু হয়েছে এবং নতুন করে আরো শনাক্ত হয়েছেন ৩০৫৭ জন। শনিবার (১৯ জুন) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

করোনার দ্বিতীয় ধাপে মৃত্যুর এ সংখ্যা গত ৪৮ দিনের মধ্যে সর্বোচ্চ। এর আগে গত ২ মে ৬৯ জনের মৃত্যু হয়। এ নিয়ে দেশে এ ভাইরাসে মোট মৃত্যু ১৩ হাজার ৪৬৬ জনের। নতুন শনাক্তসহ মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ৪৮ হাজার ২৭ জনে।

 

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৯৬৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৩ লাখ ৫ হাজার ৫০৩টি। সেই হারে ২৪ ঘন্টায় শনাক্তের হার ১৮.০২ শতাংশ।


 

এই বিভাগের আরো খবর