শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

কিশোর গ্যাংয়ের ৬ সদস্য সংশোধনাগারে

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২১  

বন্দর মদনপুর ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে চাঁদাবাজি কালে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া ৬ কিশোর অপরাধীকে সংশোধনাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত।

 

গতকাল শনিবার নারায়ণগঞ্জ জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. কাউছার আলম এর আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করে কোর্ট পুলিশের সহকারী উপপরিচালক এএসআই তাহমিনা বলেন, বন্দরের চাঁদাবাজির দায়েরকৃত একটি মামলায় ৬ কিশোর অপরাধীকে বিজ্ঞ আদালতের নির্দেশে সংশোধনাগারে প্রেরণ করা হয়েছে।

 

গ্রেফতারকৃতরা হলো, বন্দর কুমারপাড়া এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. হৃদয় হোসেন (১৭), বন্দর জামাইপাড়া এলাকার মো. জাকির হোসেনের ছেলে মেহেরাজ হোসেন (১৫), বন্দর কাঠপট্টি এলাকার মো. শামীমের ছেলে ফাহিম (২৫), বন্দর রাজবাড়ী এলাকার মো. খোরশেদ গাজীর ছেলে সোহাগ গাজী (১৬), বন্দর সেলসারদী এলাকার মো. আকাশের ছেলে শরিফ (১৪) ও বন্দর কুমারপাড়া এলাকার মো. লিটন প্রধানের ছেলে আকাশ প্রধান (১৪)।

 

আদালত সূত্রে জানা যায়, ২২ এপ্রিল রাত পৌনে ১২ টায় বন্দর থানার মদনপুর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রাফি ফিলিং স্টেশনের সামনে ট্রাক, লেগুনা ড্রাইভার ও হেলপারদের গুরুতর আঘাত এবং ক্ষয়ক্ষতি ভয়ভীতি দেখিয়ে চাঁদা আদায় কালে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব অভিযান চালিয়ে ৬ জনকে গ্রেফতার করে। সে সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে অজ্ঞাতনামা আরো ৫/৬ জন কৌশলে পালিয়ে যায়।

এই বিভাগের আরো খবর