শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

নারায়ণগঞ্জে করোনায় ২৪ ঘন্টায় আরো ৪ জন আক্রান্ত

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১৩ মার্চ ২০২২  

নারায়ণগঞ্জের অধিকাংশ মানুষই করোনার টিকার আওতায় চলে এসেছে। বর্তমানে করোনার সংক্রমণ কিছুটা কমতির দিকে এসছে। নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ২শত ৮০ জনের করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে। নতুন করে ৪ জনের শরীরে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে জেলায় মোট ৩০ হাজার ৩শত ২৭জন আক্রান্ত হয়েছেন।

 

জেলার স্বাস্থ্য বিভাগের তথ্য মতে নতুন করে কোন মৃত্যুর খবর পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এ যাবৎ ৩ শত ৩৩ জনের মৃত্যু হয়েছে, তবে এই সংখ্যা বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী আরও বেশী।


নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন অফিস থেকে প্রকাশিত দৈনিক প্রতিবেদন অনুযায়ী রোববার (১৩ মার্চ) সকাল পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। এখন পর্যন্ত মোট ২ লাখ ৪০হাজার ৪৫জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। বন্দর উপজেলায় ১জন, রূপগঞ্জ উপজেলায় ২জন ও সদর উপজেলায় ১জন করোনায় আক্রান্ত হয়েছে। এ যাবৎ সুস্থ হয়ে উঠেছেন ২৯ হাজার ৯শত ৯জন।
 

এই বিভাগের আরো খবর