শনিবার   ২৭ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৪ ১৪৩১

আমাদের আন্দোলন থেমে নেই : নুর

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশিত: ২৭ মার্চ ২০২৪  

 

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, দেশে কার্যত প্রতিবেশী দেশ ভারতের তাঁবেদারি সরকার চলছে। যারা মানুষের ভোট ও গণতান্ত্রিক অধিকার হরণ করেছে। বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা, গুম, খুন, মামলা দিয়ে কোণঠাসা করে নিজেদের রাজত্ব চালাচ্ছে। ৭ জানুয়ারি ডামি নির্বাচন করে আবারও ক্ষমতায় এসেছে। অনেকের মতে ফাইভ পার্সেন্টের সরকার। অর্থাৎ ৯৫ ভাগ মানুষ তাদের বয়কট করেছে। 

 

আজ মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের একটি অভিজাত রেস্তোরাঁয় জেলা গণ অধিকার পরিষদের আলোচনা সভা ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। 

 

নুরুল হক বলেন, ‘বিএনপিসহ ৬৩টি রাজনৈতিক দল আমরা নির্বাচন বর্জন করেছি। নির্বাচন শেষে থেমে যাইনি। আমাদের আন্দোলনে কৌশলগত ঘাটতি থাকতে পারে, কিন্তু আন্দোলন থেমে নেই। শ্রীলঙ্কা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। শ্রীলঙ্কার রাজনৈতিক নেতারা যখন ব্যর্থ হয়েছে, তখন জনগণ স্বতঃস্ফূর্তভাবে গণঅভ্যুত্থান ঘটিয়েছে।’ 

 

তরুণদের রাজনীতিতে যুক্ত হওয়ার আহ্বান জানিয়ে নূর বলেন, ‘২০১৮ সালে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি। নিরাপদ সড়কের দাবিতে কিশোর বিদ্রোহ হয়েছে, কিন্তু এরপরেও মেধাবী তরুণেরা রাজনীতি বিমুখ। কারণ, দেশের ৮২ শতাংশ উচ্চ শিক্ষিত তরুণ এই দেশে নিরাপদ বোধ করে না। দেশের রাজনীতি নিয়ন্ত্রণ করে ইয়াবা বদি, বিচ্ছু শামসু, আন্ডা রফিক। এই মাফিয়াদের হাত থেকে মুক্তি পেতে হলে সাধারণ জনগণ এবং ছাত্রদের এগিয়ে আসতে হবে।’ 

 

গণ অধিকার পরিষদের (একাংশ) এ নেতা বলেন, ‘স্বাধীনতার ৫৩ বছর পার করছি, কিন্তু এই সময়ে এসে এখনো অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করতে হচ্ছে। নাগরিক অধিকারের জন্য লড়াই করতে হচ্ছে। আমাদের বাকস্বাধীনতার জন্য লড়াই করতে হচ্ছে। বক্তব্য দিলে, লিখলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। স্বাধীনতা অর্জিত হলেও অর্থনৈতিক, সামাজিক ন্যায়বিচার ও মতামত প্রকাশের স্বাধীনতা অর্জন করতে পারিনি।’ 

 

জেলা গণ অধিকারের সভাপতি প্রকৌশলী নাহিদের সভাপতিত্ব ও সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনা সভায় আরও বক্তব্য দেন, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, নাসিক কাউন্সিলর ও মহানগর বিএনপি নেতা মাকছুদুল আলম খন্দকার খোরশেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীব, গণ অধিকারের কেন্দ্রীয় সহ-সভাপতি ওয়াহিদুর রহমান মিল্কী, সিনিয়র যুগ্ম সম্পাদক হাসান আল মামুন প্রমুখ। এস.এ/জেসি

 

এই বিভাগের আরো খবর