শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

জালকুড়ি’র ঝুটপট্টিতে অগ্নিকাণ্ড, দেড় কোটি টাকা ক্ষতির দাবি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারি ২০২১  

জালকুড়িতে ঝুটপট্টি এলাকায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে ৬টি  গোডাউনের মালামাল পুড়ে ভস্মিভূত হয়েছে। এ সময় প্রায় দেড় কোটি টাকার ক্ষতিসাধন হয়েছে বলে জানিয়েছে গোডাউনের মালিকরা।

 

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৈদ্যুতিক লাইন থেকে আগুনের সুত্রপাত হতে পারে বলে ধারণা ফায়ার সার্ভিসের।

 

প্রত্যক্ষদর্শীরা জানায়, মধ্য রাতে হঠাৎ করেই গোডাউনে আগুন দেখে আশেপাশের লোকজন অতঙ্কিত হয়ে পড়ে। তারা পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। তীব্রতা থাকায় আগুন নেভানো সম্ভব হয়নি। মুহুর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। পাশাপাশি হওয়ায় আগুনে জাহাঙ্গীর আলম প্রধান, আলমগীর, কবির, কাশেম ও মতি’র মালিকানাধীন ৬টি গোডাউনের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

 

নারায়ণগঞ্জ ফায়ার ষ্টেশনের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, খবর পেয়ে আমাদের ৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আশেপাশে অনেক বৈদ্যুতিক লাইন থাকায় সেখান থেকে অগ্নিকাণ্ডের সুত্রপাত হতে পারে পারে বলে তারা প্রাথমিকভাবে ধারণা করেন। তদন্ত অনুযায়ী মূল কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলে তারা জানান।
 

এই বিভাগের আরো খবর