শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

বাসদ ১৮ নং ওয়ার্ডের কাউন্সিল সম্পন্ন

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ১২ মার্চ ২০২১  

বাসদ নারায়ণগঞ্জ মহানগরের ১৮ নং ওয়ার্ড কাউন্সিল সম্পন্ন হয়েছে। কাউন্সিলে খলিলুর রহমান খলিলকে আহ্বায়ক ও সিরাজুল ইসলাম খোকনকে সদস্য সচিব করে ১৩ সদস্যের ওয়ার্ড কমিটি নির্বাচিত হয়।

 

বৃহস্পতিবার (১১ মার্চ) সন্ধ্যা ৬ টায় ১৮ নং ওয়ার্ড শাখার শীতলক্ষায় সংগঠক খলিলুর রহমান খলিলের সভাপতিত্বে এই কাউন্সিল অনুষ্ঠিত হয়।

 

এ সময় বক্তব্য রাখেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, জেলা ফোরামের সদস্য আবু নাঈম খান বিপ্লব, ১৮ নং ওয়ার্ড সংগঠক নজরুল ইসলাম, নীলকমল প্রমুখ।

 

বক্তব্যে নিখিল দাস বলেন, দেশে মুষ্ঠিমেয় কয়েকজন সিণ্ডিকেট ব্যবসায়ীদের কারসাজিতে চালসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম হু হু করে বাড়ছে। অথচ মানুষের আয় বাড়ছে না। গবেষকদের মতামতে উঠে এসেছে দেশের মানুষের আয় করোনাকালে অনেক কমেছে। উন্নয়নের নামে ব্যাপক লুটপাট দুর্নীতি চলছে। এর সাথে আছে সরকার দলীয় লোকদের ছত্রছায়ায় খুন, অপহরণ, ধর্ষণ। সরকারের অনিয়ম দুর্নীতি, লুটপাট, ভোটচুরি, গুম, খুন, দমনপীড়নের বিরুদ্ধে জনগণের কণ্ঠরোধ করার জন্যই ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনের মত একটি কালো আইনের শিকার হয়ে বিনা বিচারে কারাগারে নির্মমভাবে মৃত্যুবরণ করেন লেখক মুশতাক আহমেদ। এর দায় সরকারকেই নিতে হবে। মুশতাক হত্যার বিচারবিভাগীয় তদন্ত করে দায়ীদের শাস্তি দিতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে।

 

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন- নজরুল ইসলাম, যুবরাজ বৈদ্য, জগন্নাথ ঘোষ, মনির হোসেন, আসমত আলী, রিপন হোসেন, উত্তম চন্দ্র ঘোষ, বাবলা বিশ্বাস, নজরুল ইসলাম, দেলোয়ার হোসেন, নীল কমল। 
 

এই বিভাগের আরো খবর