শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

রিভলবারে গুলি চালানোর ভিডিও দেওয়া কিশোর আটক

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৩ মার্চ ২০২১  

ফেসবুক স্টোরিতে রিভলবার দিয়ে গুলি চালানোর ভিডিও শেয়ার করা এবং ভিডিওর ক্যাপশনে ‘ফার্স্ট টাইম মেশিন চালাইলাম’ লেখা সেই কিশোর ফারহান আহম্মেদ রাহুল ওরফে তানভীর (১৭)  কে আটক করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।


সোমবার (২২ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে তানভীরকে ফতুল্লার দাপা বেপারীপাড়া তার নিকটাত্মীয়ের বাড়ী থেকে আটক করা হয় বলে জানা যায়। আটককৃত তানভীর ফতুল্লা থানার দাপা কবরস্থান রোডের মৃত কুদ্দুস হাজীর ভাড়াটিয়া ও ফতুল্লা পোস্ট অফিস বাস্টস্ট্যান্ড মাজার সংলগ্ন চায়ের দোকানদার নজরুলের পুত্র।


ফতুল্লা মডেল থানার ইনচার্জ (ওসি) রকিবুজ্জামান জানান, রাতেই তাকে আটক করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে বলে তিনি জানান। ভিডিওটি আপলোডের কয়েক ঘন্টার মধ্যোই ব্যাপক ভাইরাল হয়।


ভিডিওটিতে দেখা যায় অত্যাধুনিক পিস্তলে ম্যাগজিন প্রবেশ করে অস্ত্রটি লোড করেন। এরপর পরপর দুটি ফাঁকা গুলি ছোড়েন এক কিশোর। ফেসবুক প্রোফাইলে তার ছবি থাকলেও স্টোরিতে শেয়ার করা ভিডিওতো শুধুমাত্র গুলি করার দৃশ্যটি দেখা যায়। ভিডিও ওপর লেখা ছিল ‘ফার্স্ট টাইম মেশিন চালাইলাম’। ভিডিওটি আপলোড করা হয়েছে ২২ মার্চ ভোরে ৫টা থেকে ৬ টার মধ্যে।


 

এই বিভাগের আরো খবর