শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

রূপগঞ্জে আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারকে র‌্যাবের মানবিক সহায়তা

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৫ জুলাই ২০২১  

রূপগঞ্জের সেজান জুস খ্যাত হাসেম ফুড কোম্পানীর জুস কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহত ৫’শ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে র‌্যাব। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টায় উপজেলার ভূলতা স্কুল এন্ড কলেজ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সামাজিক দুরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে র‌্যাবের মানবিক উপহার গ্রহণ করে ক্ষতিগ্রস্ত পরিবার।

 

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, কর্ণেল আজাদ, ডিআইজি ইমতিয়াজ, র‌্যাব ১১ এর সিও লেফটেন্যান্ট কর্ণেল তানভীর মাহমুদ পাশা, র‌্যাব মিডিয়া উইং পরিচালক লেফটেন্যান্ট কর্ণেল মঈন হোসেন, ভূলতা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুর আউয়াল মোল্লা প্রমুখ।

 

র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন বলেন, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) মাদক উদ্ধার, জঙ্গীদের আটক, অস্ত্র উদ্ধার, জনগুরুত্বপূর্ণ মামলা আসামিকে গ্রেফতারসহ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পাশাপাশি মানবিক সহায়তায় অগ্রণী ভূমিকা রাখছে। সেজান জুস কারখানার শ্রমিকদের সাথে ঈদ-উল-আযহার আনন্দ ভাগাভাগি করতেই এ সহায়তার আয়োজন।

 

উল্লেখ্য, গত ৮ জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪ টায় হাসেম ফুড কোম্পানীর সেজান জুস কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার দিন কারখানার ছাদ থেকে লাফিয়ে পড়ে ৩ শ্রমিকের মৃতে্যু হয়। পরের দিন আরও ৪৯ শ্রমিকের পোড়া লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। এ নিয়ে ৫২ শ্রমিক প্রাণ হারায়। দীর্ঘ ২৭ ঘন্টার চেষ্টায় কারখানার আগুন নিয়ন্ত্রনে আনে ফায়ার সার্ভিসের ১৩ টি ইউনিট।
 

এই বিভাগের আরো খবর