শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪   বৈশাখ ১৩ ১৪৩১

টানবাজারে মিলল শত বছর পুরনো ঘোড়ার গাড়ির চাকা!

যুগের চিন্তা অনলাইন

প্রকাশিত: ২৬ জুন ২০২১  

নগরীর টানবাজারে মাটি খুঁড়ে মিলেছে শত বছরের পুরোনো ঘোড়ার গাড়ির চাকা। গত শুক্রবার টানবাজারে একটি বহুতল ভবনের পাইলিং করতে গিয়ে শ্রমিকরা দু’টি চাকার সন্ধান পান।

টানবাজারে বসবাসরত হরিজন সম্প্রদায়ের লোকজন জানিয়েছেন, বৃটিশ আমলে নারায়ণগঞ্জে বসবাসরত শাসকগণ চলাফেরার জন্য ঘোড়ার গাড়ি ব্যবহার করতেন। চাকা দু’টি ওই গাড়ির। টানবাজারে হরিজন সম্প্রদায়ের জন্য নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন বহুতল ভবন নির্মাণ করছে ঠিক সেখানেই আগে এসব ওই গাড়িগুলো রাখা হতো।

পরবর্তীতে বৃটিশদের স্থানীয় শাসক ওই জমিটি হরিজন সম্প্রদায়কে বসবাসের জন্য দান করেন। টানবাজান হরিজন সম্প্রদায়ের প্রবীণ নেতারা জানিয়েছেন, পূর্ব পুরুষদের ঐতিহ্যের নিদর্শন হিসেবে তারা এ চাকা দু’টো সংরক্ষণ করবেন।